UIDAI: আজকের যুগে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে আধার কার্ড । ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি, বাড়ি বা যে কোনও ধরনের সম্পত্তি কেনা বা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যও ব্যবহৃত হচ্ছে এই কার্ড। নিরাপত্তার কারণে আধারের (Aadhaar Mobile Link) সঙ্গে আপনার মোবাইল লিঙ্ক থাকা প্রয়োজন। কিন্তু, অনেকেই জানেন না তাদের কোন মোবাইল ফোন আধারের সঙ্গে যুক্ত। এই কয়েক ধাপে সহজেই বাড়ি বসে জেনে নিতে পারবেন কোন মোবাইল নম্বরের সঙ্গে জুড়ে রয়েছে আপনার আধার কার্ড।
কেন এই সমস্যা হয়
একজন ব্যক্তির এক বা একাধিক মোবাইল নম্বর থাকলে এই সমস্যা হয়। কোন নম্বর আধারের সঙ্গে যুক্ত রয়েছে তা বুঝতে পারেন না অনেকেই। আধার কার্ড তৈরির সময় মোবাইল নম্বরও দিতে হবে। আপনি যদি পরে নম্বরটি পরিবর্তন করে থাকেন তবে আপনি আধার কার্ডে নতুন নম্বরটিও আপডেট করতে পারেন। আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজের জন্য OTP প্রয়োজন হয়, যা শুধুমাত্র আধার লিঙ্কযুক্ত মোবাইলে আসে।
এইভাবে খুঁজে বের করুন নম্বর
যদি আপনি কোন মোবাইল নম্বর আধারের সাথে যুক্ত রয়েছে তা না জানেন, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনি ঘরে বসেই অনলাইনে সহজেই এটি খুঁজে পেতে পারেন। এখানে রইল পুরো প্রক্রিয়া।
১ UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://uidai.gov.in/ ।
২ এখানে My Aadhaar বিভাগে ক্লিক করুন।
৩ এখানে Aadhaar Service অপশনে যান।
৪ Aadhaar Service-এ Verify an Aadhaar Number-এ ক্লিক করুন।
৫ আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন।
৬ ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন।
৭ এখন Proceed to Verify এ ক্লিক করুন।
৮ এটি করলে আধারের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বরের শেষ তিনটি নম্বর দেখতে পাবেন।
৯ যদি কোনও মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে নম্বরগুলো এখানে দেখা যাবে না।
আপনি হিস্ট্রি চেক করতে পারেন
UIDAI আধার তৈরির সংস্থা আধার কার্ডের হিস্ট্রি পরীক্ষা করার সুবিধা দিয়ে থাকে। আধার হিস্ট্রির মাধ্যমে আমরা কোন ব্যক্তির আধার কার্ড কোথায় ব্যবহার করা হচ্ছে তা জানতে পারি। এটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? শুধু তাই নয়, আধার কার্ড কোন নথির সঙ্গে লিঙ্ক করা হয়েছে তাও জানা যাবে। আধারের অপব্যবহার বন্ধ করতে UIDAI আধার হিস্ট্রি জানার সুবিধা দিয়ে থাকে, যাতে তারা সময়ে সময়ে এটি পরীক্ষা করতে পারে এবং অবিলম্বে কোনও অসঙ্গতি ধরতে পারে।
SBI নয়, এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক FD-তে দিচ্ছে বেশি সুদ,জেনে নিন হার