Share Gifting Process: আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়কে এমন কিছু উপহার দিতে চান, যার মুল্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তাহলে আপনি স্টক বা মিউচুয়াল ফান্ড (Stock Market) কিংবা সোনার বন্ড উপহার দিতে পারেন। এটি কোনো সামান্য উপহার নয়, বরং যাকে উপহার দেবেন তাঁর ভবিষ্যৎ জীবনের অবলম্বন হয়ে উঠবে। আর্থিক নিরাপত্তা (Stock Gifting) দেবে সেই ব্যক্তিকে। ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে আপনি সহজেই কোনো স্টক বা ইটিএফ উপহার দিতে পারেন। অনলাইন বা অফলাইন দুভাবেই এই স্টক উপহার দেওয়া যায়।
কীভাবে উপহার দিতে হয় স্টক
আপনি যদি অফলাইন মোডে স্টক উপহার দিতে চান, তাহলে আপনাকে নিজের ব্রোকারেজ ফার্মের অফিসে যেতে হবে। এর জন্য আপনাকে ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপ বা ডিআইএস জমা করতে হবে। এই ফর্মেই প্রেরক ও প্রাপক উভয়ের তথ্য উল্লেখ করা থাকবে। এটি পূরণ করার পরে ব্রোকারেজের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে আপনাকে। এর পরেই শেয়ার বা ইটিএফ আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে উদিষ্ট ব্যক্তির ডিম্যাট অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য ব্রোকারেজ ফার্ম কিছু সার্ভিস চার্জ দাবি করে থাকে।
অনলাইনে কীভাবে স্টক উপহার দেওয়া যায়
আপনি যদি এই কাজটি অনলাইনে করতে চান, তাহলে আপনি ই-ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপের সহায়তা নিতে পারেন। জিরোধার মত সংস্থা এই প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে। তবে এক্ষেত্রে আপনার এবং আপনি যাকে পাঠাতে চাইছেন উভয়েরই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে জিরোধাতে।
জিরোধা অ্যাপের মাধ্যমে কীভাবে স্টক উপহার দেবেন
আপনার যদি জিরোধাতে একটি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে স্টক উপহার দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আপনার জিরোধা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে লগ ইন করে প্রোফাইল থেকে কনসোল সেকশনে যেতে হবে। এখান থেকে অপশন বেছে নিতে হবে 'Gift Stocks'। এরপর যাকে উপহার দেবেন তাঁর নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখুন। আপনার হোল্ডিং উপহার দেওয়ার জন্য একটি স্টক বেছে নিন।
আপনি স্টক উপহার দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপক একটি মেসেজ পাবেন এবং সেই দিন থেকে আগামী ৭ দিনের মধ্যে তাঁকে সেই উপহার গ্রহণ করতে হবে। প্রাপক সেই উপহার গ্রহণ করলে আপনাকে তা অনুমোদন করতে হবে। তাহলেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ঐ ব্যক্তির ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তরিত হয়ে যাবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Adani Group: বিপদের সময় আদানিদের পাশে দাঁড়াল এই গ্রুপ, অতীতেও করেছে একই কাজ