Priya Nair : হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL Share Price) নতুন দায়িত্বে প্রিয়া নায়ার (Priya Nair) আসতেই দুরন্ত গতি নিল কোম্পানির শেয়ার। এদিন কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে যায। এর পাশাপাশি FMCG খাতের এই বিশাল কোম্পানির শেয়ারের দাম ২৫২৯.৮৫ টাকায় পৌঁছে যায়। কোম্পানি প্রিয়া নায়ারকে ম্যানেজমেন্ট ডিরেক্টর ও সিইও পদে বেছে নিয়েছে। যার প্রভাব তাদের শেয়ারে দেখা গেছে।
প্রিয়া রোহিত জাওয়ার স্থলাভিষিক্ত হবেন৩১ জুলাই রোহিত জাওয়ার পদত্যাগের পর প্রিয়া দায়িত্ব নেবেন। রোহিত দুই বছর ধরে কোম্পানির ওই পদের দায়িত্ব পালন করছিলেন। ব্লুমবার্গের মতে, কোম্পানির শেয়ার ট্র্যাক করা ৪৪ জন বিশ্লেষকের মধ্যে ২৮ জন কোম্পানির শেয়ারের উপর 'ক্রয়' রেটিং বজায় রেখেছেন, ১২ জন 'হোল্ড' করার পরামর্শ দিয়েছেন এবং চারজন 'সেল' করার পরামর্শ দিয়েছেন।
কোম্পানির এই সিদ্ধান্ত কেন বিশেষ প্রভাব ফেলতে পারে ?কোম্পানির ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা ম্য়ানেজমেন্ট ডিরেক্টর সিইও হবেন। প্রিয়া বর্তমানে এইচইউএল-এর মূল কোম্পানি ইউনিলিভারে বিউটি অ্যান্ড ওয়েলবিয়িং-এর প্রেসিডেন্ট। এইচইউএল-এ তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। তারপর থেকে তিনি হোম কেয়ার, বিউটি অ্যান্ড ওয়েলবিয়িং এবং পার্সোনাল কেয়ারের মতো কোম্পানির বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি এইচইউএল-এ হোম কেয়ার বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হন। এরপর ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এইচইউএল-এ বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন।
বিউটি অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সভাপতি হিসেবে, প্রিয়া ডাভ, সানসিল্ক, ক্লিয়ারের মতো ব্র্যান্ডের সঙ্গে ১৩.২ বিলিয়ন ইউরোর ব্যবসা পরিচালনা করেছেন। প্রিয়া ৫ বছরের জন্য কোম্পানির এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হবেন। তার মেয়াদ ৩১ জুলাই, ২০৩০ তারিখে শেষ হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)