কলকাতা: পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই অনেকেই জম্ম-কাশ্মীরে ঘুরতে যাওয়া থেকে মুখ ঘুরিয়েছেন। ঠিক এমনই এক আবহে, গতকাল নবান্নে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীকেও ভূস্বর্গ যাওয়ার আমন্ত্রণ জানান ওমর। এদিকে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র।' এদিকে চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই, 'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন','বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। এক্স পোস্টে সরব তৃণমূল।
আরও পড়ুন, TMC নেতার গাড়িতে বসে পার্টি করার মাশুল, দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরানো হল BJP নেত্রী দীপা বণিককে !
মূলত, অপারেশন সিঁদুরের পর গতকাল প্রথমবার পশ্চিমবঙ্গে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক সারার পরই তাঁকে জম্মু-কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওমর আবদুল্লা বলেন, 'আমি ওঁকে ( মমতা বন্দ্য়োপাধ্য়ায়) অনুরোধ করেছি ২-৩ দিন সময় বের করে কাশ্মীর আসুন। আমি কয়েকবার দিদির ( মমতা বন্দ্য়োপাধ্যায় ) অতিথি হয়েছি। 'জম্মু-কাশ্মীরের মুখ্য়মন্ত্রীকে পাশে নিয়ে কাশ্মীরে পর্যটকদের যাওয়ার আহ্বান করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।নবান্নে বৈঠক শেষে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'আমাদের টুরিস্টরা ফের যাবেন কাশ্মীরে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাশ্মীর আমাদের এত ভাল জায়গা, এত সুন্দর জায়গা।'আর এবার পাল্টা পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করলেন শুভেন্দু অধিকারী। উঠে এল হিনদু মুসলমানের রাজনীতি।
এদিন সংবাদ সংস্থা PTI এবং ANI-কে সাক্ষাৎকারে জানিয়েছেন, যেখানেই মুসলিম অধ্যুষিত, সেখানে যাবেন না। ..কাপড় খুলে, সিঁদুর দেখে বেছে বেছে মেরেছে। আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা যান না। পুরো দেশ ঘুরে আসুন।' এরপরেই তিনি কলকাতা বিমানবন্দরে কাশ্মীরে নিহত বাঙালি বিতান অধিকারীর স্ত্রীর যন্ত্রণাময় মুহূর্তের কথা মনে করান। এবং মুসলিম অধ্যুষিত জায়গায় যেতে আবারও স্পষ্ট ভাষায় নিষেধ করেন। প্রাণ সবার আগে। নিজেকে সুরক্ষিত রাখুন। ছোটদের সুরক্ষিত রাখুন।'
অপরদিকে, শুভেন্দু অধিকারীর বার্তাকে তীব্র আক্রমণ শানিয়ে শশী পাঁজার প্রতিক্রিয়া, গতকাল বিরোধী দলনেতা বলছেন যে, কোনও বাঙালি যেন কাশ্মীর না যায়। তারমানে তিনি যে কথাগুলি বলেছেন, অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা জঙ্গি ছিলেন, তাঁরা পহেলগাঁওতে এসে হামলা চালিয়েছিলেন, ঠিক তাঁদের মতোই কথা বলছেন।' শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'কাশ্মীর তো ভারতবর্ষের অঙ্গরাজ্য। পাকিস্তান বলছে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে না যায়। তাহলে ওঁর(শুভেন্দু অধিকারী) কথাবার্তা তো পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি এখানে? 'অপারেশন সিঁদুরে কোমর ভেঙেছে জঙ্গিদের। কিন্তু উপত্য়কার পর্যটন নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।