Mutual Fund Investment: বিনিয়োগকারীদের মধ্যে এই ধরনের মিউচুয়াল ফান্ডের উপরে ভরসা বাড়ছে অতিরিক্ত মাত্রায়। ক্যাপিটাল মার্কেটে প্রবল ভোলাটিলিটি থাকলেও এই মিউচুয়াল ফান্ডের সেক্টরে ব্যাপক বিনিয়োগ (Mutual Fund) এসেছে আগের মাসেই। শুধু এপ্রিল মাসেই জমা হয়েছে ২.২৬ লক্ষ কোটির বিনিয়োগ। আগের বছরের থেকেও এই বিনিয়োগের মাত্রা বেড়ে গিয়েছে ১২ শতাংশ। হাইব্রিড মিউচুয়াল ফান্ডেই বেশি ভরসা এখন বিনিয়োগকারীদের। প্রচুর সংখ্যক নতুন বিনিয়োগকারী যোগ (Hybrid Mutual Fund) দিয়েছেন এই মিউচুয়াল ফান্ডে।

গত বছরের থেকে এই বছরে ২০২৫ সালে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ফোলিও সংখ্যা ৩.৫ লক্ষ বেড়ে পৌঁছে গিয়েছে ৫৮ লক্ষতে। ২০২৫ সালের এপ্রিল মাসেই এই সংখ্যায় লাফ এসেছে। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে মূলত ইকুইটি ও ডেট এই দুই ধরনের এক্সপোজার থাকে। বিভিন্ন টাইমফ্রেমে বিগত কয়েক বছরে ব্যাপক রিটার্ন এনে দিয়েছে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড। গত বছরে এই ফান্ডে দিয়েছে ৯ শতাংশ রিটার্ন। গত দুই বছরে রিটার্ন এসেছে ২০ শতাংশ, আর তিন বছরে মুনাফা ১৫ শতাংশ হারে, আর ৫ বছরের হিসেবে বার্ষিক ২১ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই ফান্ড।

এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড মূলত অন্যান্য হাইব্রিড ফান্ডের থেকে বেশিমাত্রায় ইকুইটিতে বিনিয়োগ করে। কনজারভেটিভ বা ব্যালেন্সড হাইব্রিড ফান্ডের থেকে ৬৫-৮০ শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করে থাকে। এতে ঝুঁকিও বেশি থাকে, তবে রিটার্নও অনেক বেশি পাওয়া যায়। ৩ থেকে ৫ বছরের মেয়াদের ক্ষেত্রে মধ্যম মানের ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বেশি মুনাফা হতে পারে আপনার।

AMFI-এর তথ্য অনুসারে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের অ্যাসেট বেস ২০২৪ সালের এপ্রিল মাসে ছিল ২.০২ লক্ষ কোটি টাকা আর তা ২০২৫ সালের এপ্রিলে এসে দাঁড়িয়েছে ২.২৬ লক্ষ কোটি টাকায়। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১২ শতাংশ গ্রোথ এসেছে।   

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)