নয়াদিল্লি: নাগরিকের বৈধ পরিচয়পত্র হওয়ায় আধার (Aadhar Card)  ছাড়া এগোয় না সরকারি কাজ। গাড়ির লোন থেকে পেনশন স্কিমে টাকা রাখতে গেলেও আজকাল আবশ্যিক আধারের নথি। দেশের বাস্তব পরস্থিতি বলছে, আধার কার্ড (Aadhar Card) ছাড়া সম্ভব নয় এই ১০টা কাজ।


১ সবকিছুতেই প্রামাণ্য পরিচয়পত্র
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।


২ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধ্যতামূলক আধার কার্ড
এখন দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন-JEE, NEET ইত্যাদিতে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। এই কার্ড না থাকলে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থী। 


৩ ব্যাঙ্কের পরিষেবা
দেশের যেকোনও ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকের কাছে থাকতেই হবে আধারের নম্বর। অন্যথায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না তিনি।


৪ রান্নার গ্যাস
Liquefied Petroleum Gas (LPG)সিলিন্ডার পেতে গ্রাহকের কাছে আধার নম্বর থাকতেই হবে।আধার নম্বর না থাকলে বুক করতে পারবেন না রান্নার গ্যাসের সিলিন্ডার। কারণ আধার কার্ড থেকে আপনার ঠিকানা ও পরিচয়পত্র নেবে পেট্রোলিয়াম কোম্পানিগুলি।


৫ পেনশন স্কিমের ক্ষেত্রে
কোনও ধরনের পেনশন স্কিমে টাকা রাখতে গেলে গ্রাহকের কাছে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক।এই কার্ডের নথি দেখিয়েই বিভিন্ন প্রকল্পে নগদ জমা রাখতে পারেন গ্রাহক।


৬ রেশনের দোকানে
সরকারি ভর্তুকিতে গণবণ্টন পরিষেবার মাধ্যমে খাদ্যশ্যস্য পেতে হলে রেশন কার্ডের সঙ্গে ব্যক্তির কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড। 


৭ প্রভিডেন্ট ফান্ড PF
প্রভিডেন্ট ফান্ডের পুরোপুরি সুবিধা পেতে ইপিএফও-র সদস্যকে আধার কার্ডের সঙ্গে পিএফ জুড়তে বলা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এই কাজ করতে হবে গ্রাহককে।   


৮ নন রেসিডেন্ট ইন্ডিয়ান NRI-দের জন্য
আপনি যদি এনআরআই হয়েও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কাছে অবশ্যই আধার কার্ড থাকতে হবে।


৯ PAN কার্ড
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে। ইতিমধ্যেই বহুবার প্যানের সঙ্গে আধার কার্ড জুড়তে বলেছে সরকার।


১০ বিদেশে ভ্রমণ
আপনি ভারতীয় হয়ে বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই আধার কার্ড থাকাটা জরুরি। কারণ আধার কার্ড না থাকলে পাসপোর্ট পাবেন না আপনি। আর পাসপোর্ট না হলে বিদেশ ভ্রমণ সম্ভব নয়।


আরও পড়ুন : Aadhaar Card Update: আধার নিয়ে মিথ্যে বলছে না তো ? কীভাবে যাচাই করবেন পরিচারক, ড্রাইভার, ভাড়াটিয়ার কার্ড ?


আরও পড়ুন : Aadhaar Update: আধারের তথ্য প্রকাশ্যে আনলে সাজা, কোম্পানি-শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সতর্ক করল সরকার