Hyundai Creta Safety Rating: একে একে টাটা, মহিন্দ্রার গাড়ি ৫ স্টার রেটিং পাচ্ছে। সেখানে গ্লোবাল এনসিএপি সুরক্ষার পরীক্ষায় (GNCAP safety rating) ৩ স্টার পেল হুন্ডাই ক্রেটা। যদিও সামনের সিটে দুটি এয়ারব্যাগ দেওয়া মডেলের পরীক্ষায় এই রেটিং পেয়েছে গাড়ি।
Hyundai Creta Safety Rating: কী বলছে ক্রেটার রেটিং
একটা সময় ছিল যখন 'কিতনি দেতি হ্যায়' বলেই গাড়ি বিক্রি করত মারুতি। গাড়ির মাইলেজই ছিল মারুতি সুজুকির বিক্রির প্রচার অস্ত্র। কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে এখন গাড়ির সুরক্ষা অনেক বেশি ভাবাচ্ছে দেশবাসীকে। সেই কারণে বিক্রি বেড়েছে টাটা ছাড়াও মহিন্দ্রার গাড়ির। দেশে এসউইভি-র শ্রেণিতে মারুতি টাটা, মহিন্দ্রার পাশাপাশি এখন দাপিয়ে বেড়াচ্ছে হু্ন্ডাই। বিগত কিছু বছর ধরে কমপ্যাক্ট এসইউভি বলতেই ধরা হত এই গাড়িকে। এবার গ্লোবাল এনক্যাপে-র সুরক্ষা রেটিংয়ে সেই ক্রেটাই পেল মাত্র ৩টে স্টার।
Hyundai Creta Safety Rating:
হুন্ডাই ক্রেটার এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে দুটি এয়ারব্যাগের মডেল। গ্লোবাল NCAP বর্তমানে ফ্রন্টাল ক্র্যাশ সুরক্ষা পরীক্ষা করে। সেখানে Creta ছাড়াও i20 কে গ্লোবাল NCAP-এ 'রিজনেবল কার' বলা হয়েছে। গাড়ির ক্ষেত্রে 3-স্টার রেটিং মানে একটি সাধারণ নিরাপত্তা রেটিং। মনে রাখতে হবে, হুন্ডাই টপ-স্পেক ক্রেটা যেখানে প্রি-টেনশনার রেয়ার-মিডল বেল্ট ও 6টি এয়ারব্যাগ এবং আরও নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। রয়েছে তা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।
Hyundai Creta Safety Rating: কী দেখে সিদ্ধান্ত ?
পরীক্ষার জন্য বেস মডেল ক্রেটা ব্যবহার করা হয়েছিল। রেটিংটি প্রাপ্তবয়স্ক ও শিশু যাত্রীর সুরক্ষার ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। যেখানে দেখা গিয়েছে, উভয় যাত্রীর শরীরের উপরের অংশের জন্য পর্যাপ্ত সুরক্ষা রয়েছে গাড়িতে। যদিও পর্যাপ্ত সুরক্ষা ছিল না নিচের দিকে। তবে ড্রাইভার হেড/অকুপ্যান্ট হেডের সামগ্রিকভাবে ভালো সুরক্ষা রয়েছে এই ক্রেটায়। এখানে ISOFIX-এর অভাব মানে একটি 3-স্টার শিশু যাত্রীর নিরাপত্তা রেটিং পেয়েছে গাড়ি। Hyundai-এর i20-কেও 2টি ফ্রন্টাল এয়ারব্যাগ ও ABS দিয়ে পরীক্ষা করা হয়েছিল৷ ক্রেটা সেলটোসের মতোই 3-স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। বর্তমানে টপ-এন্ড মডেলটি ছয়টি এয়ারব্যাগ-সহ পাওয়া যায়। যেখানে SX এক্সিকিউটিভ ভ্যারিয়েন্ট থেকে আপনি ISOFIX ছাড়াও আরও অপশন পাবেন।
আরও পড়ুন : Tamil Nadu: ভাল কাজের উপহার, ১০০ জন কর্মীকে গাড়ি দিল এই কোম্পানি