নবি মুম্বই : রবীন উথাপ্পা-শিবম দুবের দুরন্ত ব্যাটিং। দুই ব্যাটসম্যানের রেকর্ড পার্টনারশিপ ও জোড়া অর্ধশতরানের সুবাদে ২১৫ রানের বড় স্কোর খাড়া করল চেন্নাই সুপার কিংস। টসে জিতে চেন্নাই শিবিরকে ব্যাট করতে পাঠিয়েছিল ব্যাঙ্গালোর ব্রিগেড। ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভাল হয়নি সিএসকের। প্রথমে অল্প রানের মধ্যে রুতুরাজ গায়কোয়াড় (১৭) ও তরুণ তুর্কি সুদেশ প্রভুদেশাইয়ের দুরন্ত ফিল্ডিংয়ে অল্প রানের মধ্যে সাজঘরে ফেরেন মঈন আলি (৩)।


উথাপ্পা-মাভির রেকর্ড পার্টনারশিপ


৭ ওভারের মধ্যে ৩৬ রানে দুই উইকেট খুইয়ে ফেলা চেন্নাই সুপার কিংসের ইনিংস থিতু করেন রবীন উথাপ্পা (Robin Uthappa) ও শিবম মাভি (Shivam Dubey)। দু'জনে অর্ধশতরান হাঁকানোর পথে রেকর্ড ১২৭ রানের পার্টনারশিপ জোড়েন। ৫০ বলে ৪টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন রবীন উথাপ্পা। এদিকে, ৫টি চার ও ৮টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে অপরাজিত ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন শিবম দুবে। ব্যক্তিগত শতরান হাতছাড়া হলেও দলের স্কোর সহজেই ২০০ রানে গণ্ডি টপকাতে সাহায্য করেন শিবম।






সিএসকে ইনিংসের একেবারে শেষপর্বে কয়েকটি উইকেট তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির (Royal Challengers Bangalore)। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৫ রানের বড় স্কোর খাড়া করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।


আরও পড়ুন- নতুন করে গড়ে উঠছে দলটা, মুম্বই ইন্ডিয়ান্স আবার ঘুরে দাঁড়াবে: বুমরাহ