Hyundai Cars: দেশের বাজারে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার নতুন ভ্যারিয়েন্ট আনল হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)। কোম্পানির নতুন ক্রেটায় ক্লাচলেস ম্যানুয়াল বা iMT অপশন নিয়ে এসেছে হুন্ডাই (Hyundai)। আগেই হুন্ডাই ভেন্যু ও i20-তে পাওয়া যেত এই গিয়ারবক্স অপশন।
Hyundai Creta Update: কী কী ভ্যারিয়েন্টে পাবেন ক্রেটায় ?
এই আইএমটি অপশন অবশ্যই ম্যানুয়াল গিয়ারবক্সের পাশাপাশি ক্রেটার CVT, DCT ও টর্ক কনভার্টার গিয়ারবক্স বিকল্পগুলির সঙ্গে পাওয়া যাবে। যারা বর্তমানে ক্রেটা ডিসিটি বা সিভিটি পেট্রলের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভাল বিকল্প হতে পারে iMT অপশন। এই iMT কেবল 1.5l পেট্রলের সঙ্গেই পাওয়া যায়। ক্রেতারা এখন Creta 1.5l পেট্রল ইঞ্জিন সহ CVT ও iMT গিয়ারবক্সের মধ্যে বেছে নিতে পারবেন।
Hyundai Creta Update: নতুন মডেলের কত দাম ?
iMT সংস্করণটি কেবল একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে। এর দাম 12.68 লক্ষ টাকা। যার অর্থ, এটি ম্যানুয়াল 1.5 এর তুলনায় প্রায় 20,000 টাকা বেশি প্রিমিয়াম। iMT-এর জন্য আপনাকে ম্যানুয়ালের মতো গাড়ি চালাতে হবে। এই ক্ষেত্রে ক্লাচ ব্যবহার করার প্রয়োজন পড়বে না।কারণ নিজে থেকেই গাড়ি এই কাজটি করে দেবে।
Hyundai Creta Update: নাইট সংস্করণ এনেছে ক্রেটা
এছাড়াও নতুন নাইট সংস্করণ এনেছে ক্রেটা। যেখানে গাড়ির বাইরের বিভিন্ন অংশে গ্লসি ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ক্রেটার পরিবর্তে এতে রয়েছে কালো অ্যালয় হুইল। এমনকী সি পিলারের গার্নিশটিও এখন কালো করা হয়েছে। মূলত, স্পোর্টি লুক দিতেই করা হয়েছে এই কাজ। যেখানে ভিতরেও নাইট এডিশনে ব্ল্যাক থিম রেখেছে কোম্পানি। সঙ্গে পাবেন কনট্রাস্ট স্টিচিং। ভিতরের সেন্টার কনসোলটিতেও আনা হয়েছে বদল। সেখানে চকচকে কালো রঙে দেওয়া হয়েছে কনসোলে। এই বিশেষ সংস্করণটি কেবল 1.5l পেট্রল ও ডিজেলের অপশনে পাওয়া যায়।
তবে ফ্ল্যাগশিপ টপ-স্পেকসের 1.4l টার্বো পেট্রলের সঙ্গে পাবেন না এই এডিশন। এই সেগমেন্টে iMT SUV হিসাবে বাজারে দেখা যায় Kia Seltos-কে৷