Pankaj Tripathi : এ একেবারে কিং খানের (King Khan) জায়গায় ত্রিপাঠির উত্থান। হুন্ডাই ইন্ডিয়ার (Hyundai India) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) । দীর্ঘদিন ধরে হুন্ডাইয়ের বিপণন দূত ছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। ইতিমধ্যেই ছবি সামনে এনেছে ভারতের বৃহত্তম গাড়ি (Cars) প্রস্তুতকারী কোম্পানি।  

কোম্পানি করেছে এই ঘোষণাঅভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে আগামী দিনে হুন্ডাই গাড়ির প্রচারে দেখা যাবে। হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড পঙ্কজ ত্রিপাঠিকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। শুক্রবার এই ঘোষণা করে কোম্পানি জানিয়েছে, তার সরল ভাবমূর্তি ও মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতার কারণে, তিনি দেশের মানুষের মধ্যে হুন্ডাইয়ের ভাবমূর্তি আরও ভালোভাবে ধরে রাখতে সক্ষম হবেন।

মারুতির পরেই হুন্ডাইয়ের জনপ্রিয়তাপরিসংখ্যান বলছে , ভারতের গাড়ি বাজারে হুন্ডাইয়ের প্রচুর ফ্যান রয়েছে। এই কোম্পানির গাড়ি পছন্দ করে দেশবাসী। ভারতে সর্বাধিক বিক্রিত এসইউভিগুলির মধ্যে হুন্ডাই ক্রেটা তার বিশেষ স্থান করে নিয়েছে। এ ছাড়াও হুন্ডাইয়ের হ্যাচব্যাচ গাড়ি গ্র্যান্ড আইটেন গাড়িবাজারে একটি বড় নাম। 

পঙ্কজ ত্রিপাঠির কাছ থেকে হুন্ডাইয়ের অনেক আশা রয়েছেবলিউড অভিনেতা শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর পঙ্কজ ত্রিপাঠি বলেছেন, এই কোম্পানির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। হুন্ডাই প্রায় ২০ বছর ধরে ভারতে রয়েছে। এখনও পর্যন্ত এটি ১ কোটি ২৭ লক্ষ গাড়ি বিক্রি করেছে ও ৩৭ লক্ষ গাড়ি রফতানি করেছে।

এই বিষয়ে কী বলছে হুন্ডাইহুন্ডাই এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানি ভারতে কেবল যানবাহন তৈরি করে না, বরং মানুষকে জীবনের সঙ্গে যুক্ত করে। এমন পরিস্থিতিতে কোম্পানির দৃষ্টিভঙ্গি হল, মানবতার জন্য অগ্রগতি, যার অর্থ প্রযুক্তির পাশাপাশি মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া।

তবে, পঙ্কজ ত্রিপাঠিকে হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর, তিনি শাহরুখ খানের স্থলাভিষিক্ত হবেন কিনা, নাকি তাদের দুজনকেই বিভিন্ন স্থানে কোম্পানির পক্ষে প্রচার চালিয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, ABPLive.com কখনও কাউকে কিছু কেনার পরামর্শ দেয় না। এখানে কেবল খবরের উদ্দেশ্যে মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও কিছু কেনার বিষয়ে কল বা টিপ দিই না।)


Car loan Information:

Calculate Car Loan EMI