Hyundai IPO: সোমবার সপ্তাহের শুরুতেই এক বড় খবর জানা গেল হুন্ডাই মোটরস ইন্ডিয়ার (Hyundai Motors India) পক্ষ থেকে। দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটরসের ভারতের শাখা কিছুদিনের মধ্যেই ভারতের সবথেকে বড় আইপিও আনতে চলেছে। বাজারে আসছে হুন্ডাই মোটরস ইন্ডিয়ার আইপিও (Hyundai IPO)। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যেই দীপাবলীর আবহে বাজারে আসবে হুন্ডাইয়ের আইপিও।


বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলির তরফে ধারণা করা হচ্ছে, এই সংস্থার (Hyundai Motors India) মোট সম্পদের পরিমাণ ২২ থেকে ২৮ বিলিয়ন ডলার। জানা গিয়েছে এই গাড়ি-নির্মাতা সংস্থা তাদের স্টেকের ১৫-২০ শতাংশ বাজারে ছাড়তে চলেছে। নন প্রোমোটারদের জন্য মূলত এই শেয়ারের মাধ্যমে সংস্থা বাজার থেকে ৩.৩-৫.৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করতে চাইছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৭,৩৯০-৪৬,৪৮০ কোটি টাকা। ধারনা করা হচ্ছে ভারতের অন্যতম বড় সংস্থা এলআইসির সংগৃহীত ২১ হাজার কোটি টাকার সীমাকেও ছাপিয়ে যাবে হুন্ডাই ইন্ডিয়ার আইপিও (Hyundai IPO)।


বিশ্বের অন্যতম প্রধান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক যেমন গোল্ডম্যান স্যাক, মর্গ্যান স্ট্যানলি, জেপি মর্গ্যান, এইচএসবিসি, সিওলে এসে হুন্ডাই (Hyundai Motors India) সংস্থার কাছে তাদের আইপিও নিয়ে আসার প্রস্তাব রেখেছে গত সপ্তাহেই।


১৯৯৬ সালে ভারতে প্রথম স্থাপিত হয় হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড (HMIL) সংস্থা। গত বছর পর্যন্ত ভারতের বাজারে দ্বিতীয় বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই। মারুতি সুজুকি রয়েছে একেবারে শীর্ষে, তারপরেই আছে হুন্ডাই (Hyundai IPO)। মারুতি সুজুকি সংস্থার সম্পদের পরিমাণ যেখানে বর্তমানে ৩৩.৪ ট্রিলিয়ন, সেখানে হুন্ডাই মোটরসের মার্কেট ভ্যালুয়েশন ২৩.৩ ট্রিলিয়ন। মহিন্দ্রা এবং বাজাজ অটোকেও পিছনে ফেলে দিয়েছে এই সংস্থা।


বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই সংস্থার মোমেন্টাম আরও বাড়তে পারে ২০২৪-এর নির্বাচনের পর থেকেই। সম্প্রতি একটি সূত্রের খবরে জানা গেছে, গত মাসে মহারাষ্ট্রে জেনারেল মোটরস ইন্ডিয়ার তেলেগাঁও কারখানাটি অধিগ্রহণ করেছে হুন্ডাই মোটরস ইন্ডিয়া। এই রাজ্যে হুন্ডাইয়ের সমস্ত সুযোগ সুবিধে চালু করা এবং ছড়িয়ে দেওয়ার জন্য সংস্থা আরও ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ভাবছে বলেই জানা গিয়েছে। এই কারখানাতে কাজ শুরু হলে একত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ইউনিট গাড়ি তৈরি করা যাবে। তবে ২০২৫ সালের মধ্যেই এই কারখানাতে গাড়ি উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Tata EV: কিছুদিনের মধ্যেই বাজারে আসবে, প্রোডাকশন অ্যাভেটারেই চমক দিল হ্যারিয়ার ইভি


Car loan Information:

Calculate Car Loan EMI