Hyundai Car Sales Report In June 2022: দেশে গাড়ি বিক্রিতে জুনে অনেকটাই এগিয়ে গেল হুন্ডাই মোটরস। ইতিমধ্যেই কোম্পানি মে মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ মাসিক বিক্রি বাড়িয়েছে। সেখানে গত বছরের তুলনায় জুনে কোম্পানি ২১শতাংশ বৃদ্ধি বাড়িয়েছে। যার জেরে টাটা মোটরসকে হারিয়ে ফের ভারতের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল কোম্পানিতে পরিণত হয়েছে হুন্ডাই। 


Hyundai Car Sales: গাড়ি বিক্রিতে এগোচ্ছে হুন্ডাই, পিছনে কারা ? 


গত বছরের তুলনায় বিক্রে বেড়েছে অনেকটাই। চলতি বছরের জুনে ভারতে মোট ৬২,৩৫১টি ইউনিট গাড়ি বিক্রি করেছে হুন্ডাই মোটরস। যার মধ্যে মোট ৪৯,০০১টি ইউনিট দেশের বাজারে বিক্রি হয়েছে।বিদেশে পাঠানো হয়েছে ১৩,৩৫০টি গাড়ি। হুন্ডাই গত জুনের তুলনায় ২১ শতাংশ বার্ষিক বিক্রি বাড়িয়েছে। ২০২১ সালের জুনে হুন্ডাই তার গাড়ির ৪০,৪৯৬টি ইউনিট বিক্রি করেছিল। তবে মে মাসে কোম্পানি ৪২.২৯৩টি গাড়ি বিক্রি করেছে।


Hyundai India Update: হুন্ডাই ভেন্যু ফেসলিফ্টের বিক্রি কেমন ?


হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেডের সেলস ও মার্কেটিং সার্ভিসেসের ডিরেক্টর তরুণ গর্গ জানিয়েছেন, বর্তমানে কোম্পানি ধীরে ধীরে সেমিকন্ডাক্টর চিপের সমস্যা কাটিয়ে উঠছে। পাশাপাশি কোম্পানির নতুন SUV Venue ফেসলিফ্টও ভাল সাড়া পাচ্ছে। কোম্পানির আশা, আগামী সময়ে এই SUV-র মাধ্যমে কোম্পানি আবারও ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করতে পারবে। Hyundai-এর মাঝারি আকারের SUV Creta হল দেশের সবচেয়ে বেশি বিক্রিত এসইউভি। এর পরে আপনি Grand i10, Nios, Santro, Aura ও Venue-র মতো সব গাড়ির আরও বিক্রি দেখতে পাবেন।


শোনা যাচ্ছে, টয়োটা ১ অগাস্টে তার Hyryder লঞ্চ করবে। মারুতি যদিও উৎসবের মরশুমের পরে ভিটারা লঞ্চ করবে বলে খবর। এই নতুন এসইউভিকে ব্রেজার ওপরের শ্রেণিতে রাখা হবে। বাজারে এর প্রতিযোগী হবে Hyundai Creta, Kia Seltos-এর মতো গাড়ি। পরিসংখ্যান বলছে, দেশরে বাজারে গাড়ি বিক্রিতে এখনও এক নম্বর জায়গা ধরে রেখেছে মারুতি। মূলত, ছোট গাড়ি ও হ্যাচব্যাকের দৌলতে মারুতির দখলে রয়েছে এই গাড়ি বাজার। অটো ব্লগারদের মতে, শীঘ্রই এই বিক্রির বাজারে বড় থাবা বসাতে পারে হুন্ডাই। আপাতত সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।


 


আরও পড়ুন : GWM fires: ভারতীয় কর্মীদের চিন থেকে বহিষ্কার, কারণ শুনলে চমকে যাবেন