China Fires Indian Employees: একেবারে অবাক করার মতো ঘটনা ! ভারতের 'বাণিজ্য নীতি'র ওপর রুষ্ট হয়ে ভারতীয় কর্মীদের চাকরি থেকে সরাল চিনের কোম্পানি। এক নয়, একসঙ্গে ১১ জন ভারতীয়কে কোম্পানি থেকে বহিষ্কার করেছে চিনের সবথেকে বড় এসইউভি নির্মাতা 'গ্রেট ওয়াল মোটরস'।


GWM fires: কী থেকে এই সিদ্ধান্ত ? 
সূত্রের খবর, ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল 'গ্রেট ওয়াল মোটরস'। আবেদনের আড়াই বছর ধরে এফডিআই ছাড়পত্রের জন্য অপেক্ষা করে কোম্পানি। পরবর্তীকালে এই পরিকল্পনা থেকে সরে আসে তারা। শোনা যাচ্ছে, ভারতের ওপর রোষ থেকেই ভারতীয়দের একসঙ্গে ছাঁটাই করে 'গ্রেট ওয়াল মোটরস'। বর্তমানে যার খেসারত দিতে হচ্ছে এই কর্মীদের।


China Fires Indian Employees: ভারতে প্রবেশের পরিকল্পনায় ধাক্কা
২০২২ সালে গ্রেট ওয়াল মোটরস আমেরিকান কোম্পানি জেনারেল মোটরসের তালেগাঁও প্ল্যান্ট কেনার জন্য একটি মেয়াদি চুক্তি করে। পরবর্তীকালে সংস্থা ২০২২ সালের অটো এক্সপোতেও অংশ নেয়। গ্রেট ওয়াল মোটরের আগে অনেক চিনা কোম্পানিও ভারতে প্রবেশের পরিকল্পনা করে। যদিও মাঝপথেই আটকে রয়েছে তাদের পরিকল্পনা। এই কোম্পানিগুলির মধ্যে রয়েছে চাঙ্গান, হাইমা ও চেরির মতো মোটর কোম্পানিও। ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল এই কোম্পানিগুলির। ইতিমধ্যেই ভারতীয় কর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। এ বিষয়ে গ্রেট ওয়াল মোটরকে ই-মেইল পাঠানো হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


GWM fires: বার বার ভারতে ঢোকার চেষ্টা
রিপোর্ট বলছে, ভারতে প্রবেশের কোম্পানির প্রস্তাব প্রায় ২ বছরের বেশি সময় ধরে আটকে ছিল। সেই কারণে আমেরিকার জেনারেল মোটরস তার প্ল্যান্ট বিক্রি করার অন্য উপায় বের করে। দেশের গাড়ি বাজারের ইতিহাস বলছে, গ্রেট ওয়াল প্রায় এক দশক ধরে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ২০১৪-১৫ সালে প্রথম ভারতে ঢোকার চেষ্টা করেছিল কোম্পানি। পরবর্তীকালে ২০১৭ সালে ফের একবার চেষ্টা চালায় চিনা কোম্পানি। শেষে ২০২০ সালে জিএমের তালেগাঁও প্ল্যান্ট কেনার জন্য একটি মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করে তারা। 


China Fires Indian Employees: এখনও আটকে পরিকল্পনা !
হ্যাভেল এসইউভির এই নির্মাতা গত দু-বছরে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে। এছাড়াও CKD মাধ্যমে গাড়ি দেশে আমদানি করার চেষ্টা করেছে। যদিও তা সফল হয়নি। শেষে কোম্পানি থাইল্যান্ড ও ব্রাজিলে কাজ শুরু করে। এই সময়ে ভারতের জন্য তৈরি দলকে বিশ্বের অন্য বাজারে পাঠিয়ে দেয় কোম্পানি। 


GWM fires: কোম্পানির পরিচালকরা পদত্যাগ করছেন


চলতি বছরের মার্চে কোম্পানির ডিরেক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেন গ্রেট ওয়াল মোটরস থেকে । ২০১৮ সালের নভেম্বরে কোম্পানিতে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে, ২০২১ সালের মার্চে কোম্পানির ডিরেক্টর হরদীপ সিং ব্রারও পদত্যাগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চিনের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত বিরোধ চিনা বিনিয়োগের বিষয়ে ভারতের কঠোরতার কারণ। সেই কারণেই 'গ্রেট ওয়াল মোটরস'-এর প্রস্তাব এড়িয়ে যাচ্ছে ভারত।


আরও পড়ুন : Toyota Hyryder: দুর্দান্ত ডিজাইন-দারুণ ফিচার, দেশের বাজারে এল টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার