New Hyundai MPV: এসইউভি, হ্যাচব্যাকের মার্কেটে দাপট দেখানোর পর এবার বিশ্ববাজারে নতুন এমপিভি আনতে চলেছে হন্ডাই। ইতিমধ্যেই নতুন গাড়ির ছবি প্রকাশ্যে এনেছে কোম্পানি। যেখানে গাড়ির সামনের চেহারা দেখলেই মুগ্ধ হবেন আপনি।


Hyundai Stargazer MPV: কিয়া ক্যারেন্সের প্রতিযোগী 
কদিন আগেই ভারতের বাজারে প্রিমিয়াম এসইউভি লঞ্চ করেছে কিয়া। এবার সেই ক্যারেন্সের মতোই নতুন এসইউভি আনতে চলেছে হুন্ডাই। নাম দেওয়া হয়েছে-স্টারগেজার। কিয়া ক্যারেন্সের মতো প্রিমিয়াম এমপিভির ছাড়াও মারুতি আরটিগার সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির। সবে থেকে বড় বিষয়, এই গাড়িতে ক্যাব ফরওয়ার্ড ডিজাইন দেওয়া হয়েছে। ভিতরে জায়গা বেড়ে যাওয়ার ফলে যাত্রীদের বসার খুবই সুবিধা হবে।


New Hyundai MPV: কেমন দেখতে গাড়ি ?
ডিজাইনের দিক থেকে সম্পূর্ণ ভবিষ্যতের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে গাড়ি। একটি সম্পূর্ণ দৈর্ঘ্যের LED DRL সামনের অংশে দেওয়া হয়েছে। পিছনের LED টেল-ল্যাম্পের ক্ষেত্রেও পাবেন বার লাইট লুক। এই লাইটের জন্যউ অন্যন্য প্রিমিয়াম এমপিভির চোহার পেয়েছে এই গাড়ি।




Hyundai Stargazer MPV: কত চওড়া এই গাড়ি ?
4.5 মিটার দৈর্ঘ্যের স্টারগেজারটি বেশ বড়। এই এমপিভি ছয় ও সাত আসনের অপশনে পাওয়া যাবে। এর দ্বিতীয় সারির ছয় আসনের সংস্করণে ক্যাপ্টেন সিট থাকবে। স্টারগেজারও কিয়া ক্যারেন্সের প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। ইঞ্জিনের দিকে তাকালে এতে 1.5 লিটার পেট্রল ও ডিজেল অপশন পাওয়া যাবে। গাড়িতে টর্ক কনভার্টার ও DCT ডুয়াল ক্লাচ অটোমেটিকও থাকবে। 


New Hyundai MPV: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
ইন্দোনেশিয়াতে প্রথম এই প্রিমিয়াম এমপিভি আসবে। ভারতও সম্ভবত স্টারগেজার ক্যারেন্স ও আরটিগার প্রতিদ্বন্দ্বী হিসেবে পেতে চলেছে। সম্প্রতি চওড়া এমপিভির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভারতে টয়োটা ইনোভা ক্রিস্টার নিচের শ্রেণিতে বড় ফাঁক রয়েছে। যেখানে বর্তমানে Ertiga/XL6 ও Carens দিয়ে পূরণ করা হয়েছে। হুন্ডাই এই গাড়িকে কোন বিভাগে রাখে এখন সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই কোম্পানির অ্যালকাজার রয়েছে বাজারে। সম্ভবত আরও সাশ্রয়ী মূল্যের এমপিভি হিসাবে XL6-কে লক্ষ্য করে স্টারগেজার আনছে হুন্ডাই। বর্তমানে হুন্ডাই নতুন ভেন্যু লঞ্চ করেছে ভারতে। শীঘ্রই টুঁসো চালু করবে কোম্পানি।


আরও পড়ুন : Suzuki Intruder: চাহিদা নেই বাজারে ! সুজুকি বন্ধ করে দিল এই ক্রুজার বাইক