Hyundai Venue Facelift: আর মাত্র কিছু দিনের অপেক্ষা। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট (Hyundai Venue Facelift)। মারুতি ভিটারা ব্রেজা (Maruti Vitara Brezza), টাটা নেক্সন (Tata Nexon)ও কিয়া সনেটের (Kia Sonet)সঙ্গে হবে নতুন ভেন্যুর প্রতিযোগিতা। দেখে নিন কেমন দেখতে নতুন গাড়ি।


Hyundai Cars Update: ভারতের বাজারে ক্রেটার পাশাপাশি ভাল বিক্রি রয়েছে ভেন্যুর। নতুন বছরে ফেসলিফটেড মডেল নিয়েও আশাবাদী কোম্পানি। তাদের ধারণা, চলতি মডেলের সঙ্গেই ক্রেতাদের মনে জায়গা করে নেবে নতুন Hyundai Venue Facelift। মূলত, টাটা নেক্সন ও মারুতি ভিটারা ব্রেজার ফেসলিফটেড ভার্সন আনলেও এই দৌড়ে পিছিয়ে Venue। এবার কোম্পানি নতুন মডেল আনলে চিন্তা বাড়বে Maruti,Tata ও Kia-র। 


Hyundai Venue Facelift: কেমন হবে গাড়ির ডিজাইন ?
ইতিমধ্যেইে গাড়ির বেশকিছু গোপন ছবি ফাঁস হয়েছে। যেখানে Venue Facelift-এর সামনে তেমন কোনও পরিবর্তন নজরে আসেনি। শোনা যাচ্ছে, আগের মতোই ক্রোম গ্রিল থাকবে গাড়িতে। তবে গ্রিল ও বাম্পারে সামান্য পরিবর্তন করা হয়েছে। নজরে আসবে গাড়ির নতুন অ্যালোয় হুইল। এবার টেইল ল্যাম্পে পরিবর্তন করতে চলেছে হুন্ডাই। পিছনে রেয়ার লাইট বার ডিজাইন দেওয়া হয়েছে নতুন গাড়িতে। পিছনের বাম্পারেও দেখা যাবে বদল। যা বর্তমান গাড়ির ক্রসওভার লুক থেকে Venue-কে আরও এসইউভি স্টান্স দেবে। 


Hyundai Venue Facelift: ইন্টিরিয়র ও রং
কার সাইটগুলোর মতে, ফেসলিফটেড ভেন্যুতে বেশকিছু নতুন রঙের অপশন আনা হবে। বড় বদল দেখা যাবে গাড়ির ভিতরে। যেখানে ১০.২৫ ইঞ্চির টাচ স্ক্রিন ছাড়াও থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বর্তমান ভেন্যুর মতো গাড়িতে থাকবে সানরুফ, ওয়ারলেস চার্জার ও ক্লাইমেট কন্ট্রোল।


Hyundai Venue Facelift: ইঞ্জিনে কী বদল ?
চলতি ভেন্যুর মতোই গাড়িতে দেওয়া হবে ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন। এ ছাড়াও থাকবে ১.২ লিটার পেট্রল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। শোনা যাচ্ছে, Venue Facelift-এ  N Line ভার্সন ইঞ্জিন দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে i20 N Line-এর পর Venue-ও আসবে এই স্পোর্ট ক্যাটিগরিতে।