কলকাতা : একেবারে ফটো ফিনিশ। ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ৯২ ভোটে জিতে শেষ হাসি হাসলেন বাম প্রার্থী নন্দিতা রায়। এবারের কলকাতা পুরভোটের ফলাফলে কার্যত সবুজ সুনামি। এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডেই জিতেছে বা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা জিতেছে মাত্র ২টি আসনে। যার মধ্যে কার্যত ফটো ফিনিশে জয়ী ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নন্দিতা রায়। তিনি ছাড়া ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জিতেছেন।


কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর অন্তর্গত ১০৩ নম্বর ওয়ার্ড। ৭ ওয়ার্ডের যে বরোর বাকি ৬টিতেই লিড তৃণমূলের। তবে নিজের ওয়ার্ডে তৃণমূলের সুকুমার দাস ও বিজেপির সন্দীপ বাগচিকে পিছনে ফেলে জিতেছেন গতবারের জয়ী বাম কাউন্সিলর নন্দিতা রায়।


একঝলকে দেখে নিন কলকাতা পুরভোটে কোন ওয়ার্ডে কারা জিতলেন,



  • ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার

  • ৯৬ ওয়ার্ডে জিতলেন বসুন্ধরা গোস্বামী

  • ১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ

  • ১০৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের লিপিকা মান্না

  • ১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত

  • ৮৬ নম্বর ওয়ার্ডে জিতেছেন সৌরভ বসু

  • ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়

  • ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক

  • ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ

  • ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ

  • ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার

  • ৪২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা

  • ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী 

  • ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়

  • ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম

  • ১১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা সিংহ

  • ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ



  • ২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনাদেবী পুরোহিত

  • ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ

  • ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা

  • ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি

  • ১৪৫ নম্বপ ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

  • ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ

  • ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর


আরও পড়ুন- রেকর্ড অক্ষত রেখে ষষ্ঠবার জয়, কলকাতার সাধারণ মানুষের জয় বললেন মালা রায়