FD Rates: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) একই রাখায় ফের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার (Interest Rate) বাড়াল এই ব্যাঙ্ক (Bank News)। এই নিয়ে এক মাসে তিন বার স্থায়ী আমানতে (FD Rates) সুদের হার কমানো হয়েছে। জেনে নিন, আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এফডিতে এখন কত সুদ দিচ্ছে। 


২ থেকে ৫ কোটি টাকার এফডিতে সুদের হার পরিবর্তন
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক তার এফডি-র সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এপ্রিল মাসে তৃতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে ব্য়াঙ্ক। এর আগে, ব্যাঙ্ক 1 এপ্রিল এবং 9 এপ্রিল, 2024-এ তার সুদের হার বাড়িয়েছিল। ব্যাঙ্কটি বাল্ক এফডি স্কিমে অর্থাৎ 2 থেকে 5 কোটি টাকার এফডিতে সুদের হার পরিবর্তন করেছে।


আজ থেকে নতুন রেট প্রযোজ্য
ICICI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ব্যাঙ্ক 2 থেকে 5 কোটি টাকার বাল্ক FD-এর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধির পরে, ব্যাঙ্ক 7 দিন থেকে 10 বছরের বাল্ক এফডি স্কিমে সাধারণ নাগরিকদের জন্য 4.75 শতাংশ থেকে 7.00 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। 1 বছর থেকে 389 দিনের FD-এ সর্বোচ্চ সুদের হার দেওয়া হচ্ছে। এতে সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭ দশমিক ২৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক।


ICICI ব্যাঙ্কের FD স্কিমের সুদের হার
ICICI ব্যাঙ্ক 7 দিন থেকে 29 দিনের জন্য বাল্ক FD স্কিমে গ্রাহকদের 4.75 শতাংশ সুদের হার অফার করছে। যেখানে 30 দিন থেকে 45 দিনের এফডিতে 4.75 শতাংশ, 46 দিন থেকে 60 দিনের এফডিতে 5.75 শতাংশ, 61 থেকে 90 দিনের এফডিতে 6.00 শতাংশ, 91 থেকে 184 দিনের এফডি স্কিমে 6.50 শতাংশ, 185 দিন থেকে 270 শতাংশ . 271 দিন থেকে 289 দিনের FD স্কিমে 6.75 শতাংশ, 290 দিন থেকে 1 বছরের FD স্কিমে 6.85 শতাংশ, 1 বছর থেকে 389 দিনের FD স্কিমে 7.25 শতাংশ, 390 দিন থেকে 15 মাস পর্যন্ত 7.25 শতাংশ সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক। FD, 15 মাস থেকে 18 মাসের FD স্কিমে 7.05 শতাংশ, 2 বছর থেকে 10 বছরের FD স্কিমে 7 শতাংশ৷


ICICI : এই ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে
আইসিআইসিআই ব্যাঙ্ক ছাড়াও সরকারি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কও সম্প্রতি 2 কোটি টাকার কম FD 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। নতুন হারগুলি 15 এপ্রিল 2024 থেকে কার্যকর হয়েছে৷ ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 3 বছর বা তার বেশি সময়ের FDগুলিতে 4 শতাংশ থেকে 6.50 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷


Fake Loan Apps: জাল লোন অ্যাপে ক্লিক করছেন না তো ? সব টাকা হারাবেন !