সুনীত হালদার, হাওড়া : রামনবমীর শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাওড়ায় রামনবমী উপলক্ষ্যে রমরমিয়েই হল বিজেপি কর্মীদের অস্ত্র মিছিল। সেই অস্ত্রমিছিলের নেতৃত্বে রইলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যদিও অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না বলে আগেই বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিজেপি নেতারা এই মিছিলে অংশগ্রহণ করলেও বিজেপির কোন পতাকা ছিল না।


সকাল থেকেই হাওড়ায় রামনবমী উপলক্ষে বিজেপি কর্মীদের হাতে দেখা গেল অস্ত্র। বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রার নেতৃত্ব দেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। ওই শোভাযাত্রায় অনেকেই খোলা তরোয়াল নিয়ে সামিল হন। এদিন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, তাঁরা শুধু ভোটের সময় ভগবান রামকে স্মরণ করেন না,  সারা বছরই ভারতীয় সংস্কৃতি মেনে চলেন। তাঁরা শক্তি এবং শান্তির সাধনা করেন। এমনকী হিন্দু ধর্মের বাইরে যাঁরা রামকে শ্রদ্ধা করেন, তাঁদের তিনি শ্রদ্ধা করেন। 


এদিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফেও হাওড়ায় বিরাট আকারে রাম নবমীর মিছিল বের হয়। সেখানে ছিলেন হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই বিষয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বক্তব্য  'বিরোধীরা শুধু ভোটের সময় ভক্তি দেখায়। '


অস্ত্র মিছিল সম্পর্কে  রথীন চক্রবর্তী বলেন, 'হিন্দু দেবী দুর্গার হাতেও অস্ত্র আছে, তাঁকেও পুজো করা হয়। রামনবমীতেও অস্ত্র পুজো করা হয়। এই অস্ত্র  শান্তির জন্য। কোন অসৎ উদ্দেশ্য নয়। ' এদিন বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, 'রাষ্ট্রদ্রোহী শক্তি রামনবমী দিবসকে দাঙ্গা দিবস হিসেবে চিহ্নিত করতে চাইছে। কিন্তু ভারতীয় ধর্ম একইভাবে চিরদিন বেঁচে থাকবে। ' 


প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী  উত্তরবঙ্গের প্রচার সভা থেকে বিজেপির উদ্দেশে সুর চড়িয়ে  বলেন, 'উনিশ তারিখ ভোট বলে, সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।' যদিও রামনবমীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এদিন তৃণমূলের প্রার্থীদের অনেককেই দেখা যায় বিভিন্ন কেন্দ্রে রামনবমী পালন করতে । এদিন দেবের গলাতেও শোনা যায়, জয় শ্রী রাম স্লোগান। 


আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?