ICICI Share: বাজারে থাকবে না আর এই শেয়ার। খবর ছড়িয়ে পড়তেই হু হু করে পড়ল দাম। আজকের বাজারে ৫ শতাংশ পড়ল আইসিআইসিআই-এর শেয়ারের দাম। মূলত আইসিআইসিআই ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারি হিসেবে বাজারে নথিভুক্ত ছিল আইসিআইসিআই সিকিউরিটিজের শেয়ার। দাম পড়ছে এই শেয়ারের। এবার কী করবেন ? বাজার থেকে উঠে গেলে কী করবেন আপনি ? আপনার কেনা শেয়ার থাকলে তারই বা কী হবে ?


শেয়ারের দামে কী হেরফের


গতকালের বাজারে ৭৪১.১০ টাকায় বন্ধ হয়েছিল ICICI Securities-এর শেয়ারের দাম। আজ সেই দাম খোলে ৭২০.৮০ টাকায়। আজ সকালের সেশনে প্রথমে ৪.২ শতাংশ পড়ে, তারপর ফের ট্রেডিং চলে এবং ৭২১ টাকার কাছাকাছি নেমে আসে শেয়ারের দাম। এক মাসের হিসেবে এই সংস্থার শেয়ারের দাম ৮ শতাংশ পড়ে গিয়েছে।  


কত ভোট পড়েছে সমর্থনে


জানা গিয়েছে এই সংস্থার শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমেই বাজার থেকে উঠে যাবে এই শেয়ার এবং ICICI Bank-এর সঙ্গে জুড়ে যাবে। অর্থাৎ ICICI Bank-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থায় পরিণত হবে এই ICICI Securities। শেয়ারহোল্ডারদের ভোটিংয়ের ফলাফলে দেখা গিয়েছে, ৭২ শতাংশ শেয়ারহোল্ডারই এই সংস্থার সঙ্গে ICICI ব্যাঙ্কের জুড়ে যাওয়ার সমর্থন জানিয়েছেন।


বিনিয়োগ থাকলে কী হবে শেয়ারের


ব্যবস্থাপনার নীতি অনুযায়ী জানানো হয়েছে যে, ICICI Securities-এর ১০০টি শেয়ার কেনা থাকলে আপনি তাঁর বিনিময়ে ৬৭টি ICICI Bank-এর শেয়ার পাবেন। প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের মধ্যে এই যুক্তকরণের পক্ষে ভোট দিয়েছেন ৮৩.৮ শতাংশ মানুষ এবং অ-প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের মধ্যে ভোট দিয়েছেন ৩২ শতাংশ মানুষ। Norges Fund Investment Bank এই যুক্তকরণের পক্ষে ভোট দিয়েছে এবং অন্যদিকে কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড এর বিপক্ষে ভোট দিয়েছে। কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড হাউজের মতে এই যুক্তকরণের ফলে বাজারে তাঁদের ইউনিট হোল্ডারদের প্রায় ৬.৮ কোটি টাকা ক্ষতি হবে।


গত বছরই এই ব্যাঙ্কের সঙ্গে এই সহায়ক সংস্থার জুড়ে যাওয়ার ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। বাজার থেকে এবার উঠে যাবে ICICI Securities-এর শেয়ার, আর এই সংস্থার শেয়ার হোল্ডাররা পেয়ে যাবেন ICICI Bank-এর শেয়ার।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Upcoming IPO: বাজারে বড় খবর, এবার আসছে বাজাজ হাউজিং ফিন্যান্সের আইপিও, প্রস্তুতি শুরু