IDBI Bank Disinvestment: ভারতের ব্যাঙ্কিং জগতে বড় ধরনের বদল আসতে চলেছে। কেন্দ্র সরকার এবং লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একত্রে এই ব্যাঙ্কের ৬১ শতাংশ স্টেক বিক্রি করে দিতে চলেছে। আইডিবিআই ব্যাঙ্কে স্টেক (Public Sector Bank) কমাবে কেন্দ্র। বিক্রি হয়ে যাবে আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ব্যাঙ্কিং জগতে বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। বিভিন্ন বিনিয়োগকারীরা ব্যাঙ্কের (IDBI Bank) স্টেক অধিগ্রহণ করতে উৎসাহ প্রকাশ করেছিল।


খুব দ্রুত চলছে বেসরকারিকরণের প্রক্রিয়া


এই মাসের মধ্যেই আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের মধ্যে শেয়ার ক্রয়ের চুক্তি চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র সরকার। ব্যাঙ্কের তরফ থেকে এক প্রবীণ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ২০২৬ অর্থবর্ষের প্রথমার্ধেই এই বেসরিকারিকরণের কাজ শেষ হয়ে যাবে। খুব দ্রুত আর্থিক বাজিগুলি উত্থাপন করা হবে। কেন্দ্র সরকারের বিনিয়োগ ও জন-সম্পদ পরিচালনা দফতরের সচিব অরুণিশ চাওলা এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই বেসরকারিকরণের প্রক্রিয়া সঠিক পথেই চলছে। তবে চূড়ান্ত সময় এখনও নির্ধারিত হয়নি। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিকল্পনামাফিক এই কাজ চলছে নিয়ম মেনে।


আইডিবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এলআইসির ৩০.২৪ শতাংশ এবং কেন্দ্রের ৩০.৪৮ শতাংশ স্টেক বিক্রি করা হবে। এর মধ্যে ব্যাঙ্কের প্রশাসনের হস্তান্তরও করা হবে। একইসঙ্গে এই বেসরকারিকরণের মাধ্যমে কেন্দ্র সরকারের উদ্দেশ্য রয়েছে বাজার থেকে ৪৭ হাজার কোটি টাকা সংগ্রহ করার। তবে আইডিবিআই ব্যাঙ্কের জন্য কোনও বিশেষ অ্যালোকেশন রাখা হয়নি।


জানা গিয়েছে এখনও পর্যন্ত ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া শুরু হয়নি যার মাধ্যমে সম্ভাব্য বিডাররা ব্যাঙ্কের আর্থিক তথ্যাদি দেখতে পারেন এবং সেইমত সিদ্ধান্ত নিতে পারেন, আর এর মাধ্যমেই মূল্য সঠিকভাবে নির্ধারিত হয়, কত টাকার বিড হবে তা চূড়ান্ত করা হয়।


কোন ব্যাঙ্কে কত শতাংশ অংশীদারিত্ব আছে সরকারের


ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৭৯.৬ শতাংশ শেয়ার হোল্ডিং ছিল, পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে ৯৮.২৫ শতাংশ শেয়ার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৩৮ শতাংশ, ইউকো ব্যাঙ্কে ৯৫.৩৯ শতাংশ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৯৩.০৮ শতাংশ স্টেক রয়েছে। বর্তমান শেয়ার মূল্যের ভিত্তিতে এই ৫ সরকারি ব্যাঙ্কে সরকারের অতিরিক্ত অংশীদারিত্ব রয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই ব্যাঙ্কগুলিরও স্টেক বিক্রির পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। 


আরও পড়ুন: Investment Scheme: বন্ধ হয়ে যাবে মহিলাদের জন্য এই বিশেষ স্কিম ! কত মিলত রিটার্ন ? কীভাবে করবেন আবেদন ?