নয়া দিল্লি: স্কিপিং করার সময় দড়িনা পেয়ে সাপকেই দড়ি বানাল খুদেরা। তাও আবার যে সে সাপ নয়, একেবারে পাইথনকে দড়ি বানিয়ে চলল দেদার খেলা! যা দেখে শিউরে উঠছে অনেকেই।
একদল শিশুর একটি অজগরকে লাফানোর দড়ি হিসেবে ব্যবহার করার একটি মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে প্রায় ছয়টি শিশু একটি লম্বা সাপকে দড়ি বানিয়ে স্কিপিং করছে। সাপটিকে দেখে প্রায় ১ মিটারের বেশি লম্বা লাগছিল। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, কুইন্সল্যান্ডের উরাবিন্ডা এলাকায় খেলায় মগ্ন শিশুরা সরীসৃপটিকে একটি কালো মাথাওয়ালা অজগর হিসেবে শনাক্ত করেছে বলেই খবর।
তবে ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সাপটি জীবিত না কি মৃত। এই ভাইরাল ভিডিওর সত্যতাও যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, কলকাতায় ২ দিন থেকেই ওষ্ঠাগত প্রাণ! 'মুম্বই বেস্ট' মহিলার পোস্টে বিতর্ক তুঙ্গে
ইতিমধ্যে, সে দেশের পরিবেশ, পর্যটন, বিজ্ঞান বিভাগের মুখপাত্র এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলা হয়েছে, এই আচরণের নিন্দা জানাই এবং ঘটনার তদন্ত করব। আমরা সমস্ত কুইন্সল্যান্ডবাসীকে প্রাণীদের সম্মানের সঙ্গে আচরণ করার আহ্বান জানাই। তারা জীবিত হোক বা মৃত। কালো মাথাওয়ালা অজগরকে হত্যা বা আহত করার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ জরিমানাও হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে