IDFC Limited: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেড এই দুই সংস্থা এবার থেকে এক হয়ে গেল। দুটির সংযুক্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেই জানা গিয়েছে। সমস্ত প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে আগামী ১ অক্টোবর থেকে এই সংযুক্তীকরণ (IDFC Merger) কার্যকর হবে। আর এই সংযুক্তীকরণের মাধ্যমে সবথেকে বেশি উপকৃত হবেন শেয়ারহোল্ডাররা। আইডিএফসির প্রত্যেক শেয়ারহোল্ডার আইডিএফসি ব্যাঙ্কের ১০০ শেয়ারের (IDFC First Bank) বদলে ১৫০টি করে নতুন আইডিএফসির শেয়ার পাবেন। এই মার্জারের মধ্য দিয়ে সংস্থার কর্পোরেট স্ট্রাকচার আরও সহজ হয়ে উঠবে। মালিকদের হোল্ডিং খানিক কমবে এতে।


আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কোনও হোল্ডিং কোম্পানি নেই


আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঘোষণা করেছে যে শুক্রবার এই সংস্থার সঙ্গে আইডিএফসির সংযুক্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে আগামী মাস থেকেই এই মার্জার প্রক্রিয়া কার্যকর হবে। শেয়ারহোল্ডাররাও এর লাভ পাবেন। আইডিএফসি আগামী ১০ অক্টোবর তারিখকে শেয়ার বদলের রেকর্ড ডেট হিসেবে ধার্য করেছে। ৩১ অক্টোবরের আগেই শেয়ারহোল্ডারদের এই শেয়ার দেওয়া হবে। এই মার্জারের কারণে সবথেকে বড় সুবিধে হবে যে এই ব্যাঙ্কের আর কোনও হোল্ডিং কোম্পানি থাকবে না। বড় বড় বেসরকারি ব্যাঙ্কের মত সরল শেয়ারহোল্ডিং হয়ে যাবে এই ব্যাঙ্কেরও।


৬০০ কোটি টাকা পাবে ব্যাঙ্ক


এই সংযুক্তীকরণ প্রক্রিয়া চলার কারণে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পাবে ৬০০ কোটি টাকা। এই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভি বৈদ্যনাথন জানিয়েছেন যে বিগত ২ বছর ধরে এই সংযুক্তীকরণের চেষ্টা করছে আইডিএফসি ব্যাঙ্ক। অনেক পরিশ্রমের পর অবশেষে এই কাজ সফল হল। এই মার্জারের ফলে ভবিষ্যতে ব্যাঙ্কের প্রভূত উপকার সাধন হবে। গ্রাহকদের আরও ভালভাবে পরিষেবা দিতে পারবে এই ব্যাঙ্ক।




মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।



আরও পড়ুন: Multibagger Stock: ১১ বছরে ১ লাখ থেকে ২ কোটি রিটার্ন দিয়েছে এই স্মলক্যাপ স্টক, আগে দেখেছেন ?