Viral News: ৩০ বছর বয়সী এক কর্মীর মৃত্যু হল খোদ অফিসেই। অসুস্থতার কারণে ছুটি চেয়েছিল সেই কর্মী, কিন্তু অফিসের ম্যানেজার (Viral News) সেই ছুটি মঞ্জুর করেনি। আর তাতেই ঘটে চরম বিপত্তি। থাইল্যান্ডের (Thailand News) দক্ষিণ ব্যাঙ্ককের ইলেকট্রনিক্স উৎপাদনকারী সংস্থা ডেল্টা ইলেকট্রনিক্সে কাজ করতেন সেই মহিলা, সুপারভাইজরের পদে। তাঁর নাম জানা গিয়েছে মে। কিছুদিন ধরেই শারীরিক কিছু সমস্যার কারণে তাঁর চিকিৎসা চলছিল আর সেই কারণেই দিন (Employee Death) কয়েকের ছুটি চেয়েছিলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই অন্ত্রে তীব্র প্রদাহের সমস্যায় ভুগছিলেন সেই মহিলা আর তাই সেপ্টেম্বর মাসের ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত ছুটি চেয়েছিলেন অফিসে। এর মধ্যে চার দিনের জন্য তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন, আর হাসপাতাল থেকে চিকিৎসকরা তাঁকে বলেছিলেন অতিরিক্ত ২ দিন বাড়িতে থেকে বিশ্রাম নিলে তবেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
এরপরে যখন সেই মহিলা কর্মী ফের ১২ সেপ্টেম্বর ছুটির আবেদন করেন অসুস্থতার কারণে, তাঁর ম্যানেজার সেই আবেদন বাতিল করে দেন এবং তাঁকে কাজে ফিরে আসতে বলেন। এমনকী ম্যানেজার তাঁকে বলেন যে তিনি এমনিতেই এতগুলি মেডিকেল লিভ নিয়ে রেখেছেন তাই তাকে অফিসে কাজে এসে যোগ দিতে হবে এবং নতুন মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। সমস্ত কিছু উপেক্ষা করে শরীরের কথা চিন্তা না করে তিনি কাজে আসেন, কারণ তাঁর মনে চাকরি চলে যাওয়ার ভয়ও ছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর অফিসে এসে কাজ করতে করতে মাত্র ২০ মিনিটের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। আপদকালীন সার্জারিও করা হয়, কিন্তু তাতেও সুরাহা মিলছিল না, সমস্যা আরও গুরুতর হচ্ছিল ক্রমশ। অবশেষে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিসের সমস্যার কারণে হাসপাতালেই সেই কর্মীর মৃত্যু হয়।
থাইল্যান্ডের ডেল্টা ইলেকট্রনিক্স সংস্থার সিইও সেই কর্মীর মৃত্যুর পরে ১৭ সেপ্টেম্বর ভিক্টর শেং জানিয়েছেন এই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন যে ডেল্টা ইলেকট্রনিক্সে তাদের কর্মীরাই হল সংস্থার মূল ভিত্তি, সাফল্যের অন্যতম কারিগর আর এই মৃত্যুতে তারা সকলেই অত্যন্ত গভীরভাবে শোকাহত। এই সময়ে কর্মীর পরিবারের পাশে সমস্ত রকমবভাবে সাহায্য করবে সংস্থা, এমনটাই জানিয়েছেন সিইও।
আরও পড়ুন: দেশের প্রথম AI নিয়ন্ত্রিত স্প্যাম কল মেসেজ শনাক্তকরণে অগ্রণী এয়ারটেল, গ্রাহকদের রিয়েলটাইম সুরক্ষা