UIDAI Update: আধার কার্ড কেবল আর আপনার পরিচয়পত্র নয়, বর্তমানে সরকারি সব কাজে লাগে এই গুরুত্বপূর্ণ নথি। তাই আধার কার্ড কোথাও হারিয়ে গেল বা চুরি হলে সমস্যায় পড়বেন আপনি। প্রতারকদের হাতে এই কার্ড পড়লে বাড়বে সমস্যা। পাশাপাশি এই তথ্যের ফলে সাইবার অপরাধের শিকার হতে পারেন কার্ড হোল্ডার। 


PVC Aadhaar Card Option : চিন্তা করবেন না 
সম্প্রতি দেশে বেড়েই চলেছে আধার কার্ডের(Aadhaar Card)অপব্যবহার। বহু ক্ষেত্রে এই কার্ডকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করা হচ্ছে গ্রাহকের। ইতিমধ্যেই এরকম কিছু ঘটনা সামনে এসেছে। যদি আপনার আধারও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে চিন্তা করার দরকার নেই। দ্রুত আপনি আরেকটি আধার কার্ড পেয়ে যাবে। সেইক্ষেত্রে আধার হারিয়ে গেলেও অবহেলা করবেন না। 


Aadhaar Card: আধার কার্ড হারালে প্রথমে কী করবেন ? 
আধার চুরি বা হারিয়ে যাওয়ার পরই FIR নথিভুক্ত করুন। অন্যথায়, আপনার আধার কার্ডের অপব্যবহার হলে ফাঁসবেন আপনি। তাই প্রথমে একটি এফআইআর নথিভুক্ত করুন ও পরে এটির একটি ফটোকপি নিজের কাছে রাখুন। ভবিষ্যতে কোনও সমস্যা হলে এটি প্রমাণ হিসাবে কাজে আসবে৷ এবার নতুন আধার কার্ড অর্ডার করুন। 


UIDAI Update: কীভাবে অর্ডার করবেন পিভিসি আধার কার্ড ?


১ পিভিসি আধার কার্ড অর্ডার করতে প্রথমে UIDAI অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
২ তারপর My Aadhaar বিভাগে যান ও Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।
৩ এখানে আপনাকে আপনার আধার নম্বর চাওয়া হবে, যা আপনি পূরণ করতে পারবেন।আপনি চাইলে ডিজিটের ভার্চুয়াল আইডি বা আধার এনরোলমেন্ট আইডি নম্বরও লিখতে পারেন।


৪ এই পর্বে আপনি Captcha-তে প্রবেশ করবেন।


৫ এখানে আপনার নিবন্ধিত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। যা আপনাকে লিখতে হবে।


৬ এরপরে পিভিসি আধার কার্ডের জন্য অনলাইন পেমেন্ট করুন।এখানে আপনাকে একটি আধার কার্ডের জন্য 50 টাকা ফি দিতে হবে।এর পরে আপনার পিভিসি আধার কার্ড অর্ডারের প্রক্রিয়া সম্পন্ন হবে।আপনি মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে একটি নতুন PVC আধার কার্ড পেয়ে যাবেন। তাই কার্ড চুরি হয়ে থাকলে দেরি না করে এখনই ব্যবস্থা নিন।


আরও পড়ুন : Special Fixed Deposit: ৩১ মার্চ বিনিয়োগের শেষ সুযোগ ? এই বিশেষ FD-গুলিতে পাবেন আরও সুদ