Tax Relief On Leave Encashment: বেসরকারি খাতে কর্মরত কর্মীদের বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রক জানিয়েছে,এবার থেকে বেসরকারি খাতে কর্মরত বেতনভোগী কর্মচারীদের  ছুটি নগদকরণের  (Leave Encashment)ওপর কর ছাড়ের সীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রক ২৪ মে ২০২৩ -এ একটি গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। নতুন প্রস্তাবটি ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর বলে বিবেচিত হবে।


Leave Encashment: আগেই দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি
গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছিলেন এই ঘোষণা। সেখানেই  নগদকরণের ওপর কর ছাড়ের সীমা বর্তমান স্তরের ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছিল। সেই ক্ষেত্রে অবসরের সময় যদি কোনও কর্মচারীর ছুটি অবশিষ্ট থাকে, তাহলে তাদের মোট অব্যবহৃত ছুটির পরিবর্তে ছুটির নগদ অর্থ দেওয়া হবে।


Tax Relief On Leave Encashment: ২১ বছর পর এই সিদ্ধান্ত 
এখনও পর্যন্ত বেসরকারি কর্মচারীরা অবসর গ্রহণের সময় ৩ লক্ষ টাকা পর্যন্ত ছুটি নগদকরণে (Leave Encashment)কর ছাড় পেতেন। এই সীমা ২১ বছর আগে ২০০২ সালে স্থির করা হয়েছিল। তারপর থেকে এই সীমার কোনও পরিবর্তন হয়নি। অবশেষে CBDT একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ছে। সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফে জানানো হয়েছে, এখন থেকে এক বা একাধিক নিয়োগকর্তার কাছ থেকে যে কোনও বেসরকারি কর্মচারীর প্রাপ্ত পরিমাণ কর ছাড়ের জন্য আয়করের ধারা 10(10AA)(ii) এর অধীনে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। 


Leave Encashment: মুদ্রাস্ফীতি থেকে মধ্যবিত্তদের স্বস্তি
মনে করা হচ্ছে, মুদ্রাস্ফীতি থেকে মধ্যবিত্তদের স্বস্তি দিতে সরকার এই কর ছাড় দিয়েছে। একই সঙ্গে সরকারের এই সিদ্ধান্ত থেকে বেসরকারি খাতে কর্মরত কর্মচারীরা আরও অনেক সুবিধা পাবেন।এতে জনগণের কর দায় অনেকাংশে বাঁচবে। সরকারের এই পদক্ষেপকে অবসর পরিকল্পনায় সাহায্য হিসেবেও দেখছেন বেসরকারি খাতের কর্মচারীরা


নতুন এই সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তি পাবেন বেসরকারি খাতের কর্মীরা। ২১ বছর পর এই উদ্যোগকে স্বগাত জানিয়েছেন তাঁরা। দেরিতে হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। 


আরও পড়ুন : Mobile Number For Shopping: কেনাকাটার জন্য লাগবে না মোবাইল নম্বর, বাধ্য় করতে পারবে না স্টোর, সরকার আনছে এই নিয়ম