কলকাতা: ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। ২০২৪-২৫ অর্থবর্ষে এবার কি কিছু নতুন বিষয় শুরু হতে চলেছে। আয়করের নিয়মে কি (Income Tax Regulation) পরিবর্তন আসবে? ১ এপ্রিল থেকেই কি বদলে যাবে সব নিয়ম?
কী কী বদল?
অনেকে মনে করছিলেন ১ এপ্রিল থেকেই নিউ ট্যাক্স রেজিম (New Tax Regime) ডিফল্ট সেটিংসে থাকবে।
কিন্তু অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে সেই অর্থে বিশেষ কিছু বদল হচ্ছে না। নতুন ও পুরনো দুই ধরনের কর কাঠামোর অপশনই থাকবে। করদাতারা নিজের সুবিধামতো কর কাঠামো বেছে নিতে পারবেন। ২০২৩-এর অর্থ আইনে সেকশন 115BAC(1A) -এর অধীনে নতুন করকাঠামো আনা হয়েছে। কোম্পানি ও ফার্ম ছাড়া ব্য়ক্তিগত করদাতারা নয়া কর কাঠামোর সুবিধা নিতে পারবেন।
নতুন কর কাঠামোতে আয়করের স্তর আগের কর কাঠামোর তুলনায় আলাদা, কিছু ক্ষেত্রে অনেকটাই কম। যদিও পুরনো কর কাঠামোর তুলনায় অনেক বিষয়েই ছাড়ের সুযোগ নতুন কর কাঠামোয় নেই। কর সংক্রান্ত হিসেব দিতে গেলে ডিফল্ট (Default Settings) হিসেবে নতুন কর কাঠামোই থাকবে।
অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের রিটার্ন ফাইল করার আগে পর্যন্ত সুবিধামতো কর কাঠামো বেছে নেওয়া যাবে। ব্য়বসা থেকে রোজগার নেই এমন কোনও করদাতা ইচ্ছেমতো করকাঠামো বেছে নিতে পারবেন।
নতুন কর কাঠামোর সুবিধা কী কী?
অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে নতুন কর কাঠামোয় একাধিক সুবিধা রয়েছে। করের স্তরের ভাগ হয়ে গিয়েছে। ফলে বেশ কিছু আয়ের স্তরের করদাতাদের আগের থেকে কম কর দিতে হবে।
শূন্য করের স্তরের ঊর্ধ্বসীমা বেড়েছে অর্থাৎ Basic Exemption Limit আড়াই লক্ষ টাকা থেকে বেড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়েছে।
যাঁদের আয় বছরে পাঁচ কোটি টাকার বেশি, তাদের ক্ষেত্রে সারচার্জ ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২৫ শতাংশ।
রিবেটের সীমাও পুরনো কর কাঠামোর তুলনায় বেড়েছে। তবে এসব সুবিধা তখনই পাওয়া যাবে যখন করদাতা নতুন কর কাঠামো বেছে নেবেন।
নতুন কর কাঠামোয় কত আয়ে কত কর? X হ্যান্ডেলে জানিয়েছে অর্থ মন্ত্রক
আরও পড়ুন : নির্বাচনী বন্ড-তথ্যে কারা পস্তাবে? মুখ খুললেন মোদি!