Nirmala Sitharaman: সম্প্রতি একটি সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে তিনি চেয়েছিলেন যাতে দেশের নাগরিকদের উপর আয়করের হার (Income Tax) একেবারে শূন্যতে নামিয়ে আনা যায়। কিন্তু এর সঙ্গে তিনি এও জানান যে ভারতে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে তাই এই শূন্য কর আরোপ করা সম্ভব হবে না। অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) জানান, তাঁর কাজ আসলে সরকারের ঘরে খাজনা অর্থ জমা করার ব্যবস্থা করা, কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করানো নয়।
আয়কর কমাতে চেয়েছিলেন নির্মলা ?
ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আলোচনা করতে গিয়ে আয়কর নিয়ে মজার ছলে এই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দর্শক-শ্রোতাদের প্রশ্ন ছিল যে দেশে এত চড়া হারে আয়করের বোঝা কেন চাপানো, কেন আয়করের চাপ কমানো যায় না ? আর তাদের সেই প্রশ্নের উত্তরেই নির্মলা জানান, যদি তিনি করের বোঝা একেবারে শূন্যতে নামিয়ে আনতে পারতেন, কিন্তু ভারতে এখন অনেক সমস্যা যা খুব দ্রুত সমাধান দরকার।
রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ বাড়াবে ভারত
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারত তাঁর প্রতিশ্রুতিমাফিক এখন রিনিউয়েবল এনার্জি বা পুর্ননবীকরণযোগ্য শক্তির দিকে বেশি মাত্রায় বিনিয়োগ করতে চলেছে। কিন্তু ভারতে অন্য কোথাও থেকে টাকা আসার কথা নেই। আর ভারত সেই অপেক্ষাও করবে না। তিনি জানান যে আয়কর থেকে সংগৃহীত অর্থ সৌর ও বায়ুশক্তির খাতে খরচ করা হয়েছে। বহু ক্ষেত্রেই বিনিয়োগ বাড়িয়েছে ভারত। প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে ভারত। ক্রমাগত আবিষ্কার, উদ্ভাবনের মধ্য দিয়ে যাচ্ছে এখন আমাদের দেশ।