Continues below advertisement

Income Tax : হাতে রয়েছে আর ৭দিন। সবাই এই সময় ভিড় করায় স্বাভাবিকভাবেই সমস্যা হতে পারে সাইটে আয়কর বিভাগের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলে অসুবিধা হতে পারে আপনার। তাই আয়কর বিভাগ করদাতাদের জন্য দুটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। 

Income Tax : কী কী অ্যাপ আনা হয়েছেইতিমধ্যেই সরকার ৩১ জুলাই থেকে রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ এখন ৮ দিনেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে, আয়কর বিভাগ করদাতাদের জন্য দুটি মোবাইল অ্যাপ প্রকাশ করেছে। যার সাহায্যে আপনি কোনও তাড়াহুড়ো ছাড়াই স্বাচ্ছন্দ্যে আপনার রিটার্ন দাখিল করতে পারবেন। এতে সময়ও সাশ্রয় হবে। 'AIS for Taxpayer' এবং 'Income Tax Department' নামের এই দুটি অ্যাপ অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। 

Continues below advertisement

Income Tax : কাদের জন্য এই সুবিধাএটি বিশেষভাবে বেতনভুক ব্যক্তি, পেনশনভোগী ও সহজ আয় প্রোফাইল সহ ছোট করদাতাদের জন্য তৈরি করা হয়েছে। তারা যাতে সহজে রিটার্ন দাখিল করতে কোনও সমস্যার সম্মুখীন না হন, সেই কারণেই এই উদ্যোগ।

Income Tax : এইভাবে আপনার রিটার্ন দাখিল করুন১ আপনি আপনার প্যান, আধার বা রেজিস্টার্ড ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারেন।

২ অ্যাপে লগ ইন করার পরে, আপনি অ্যানুয়াল ইনফরমেশন রিপোর্ট (AIS) এবং ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি (TIS) পাবেন। এগুলো ইতিমধ্যেই কোম্পানি, ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড ইত্যাদি স্থানের তথ্য দিয়ে ভরা, তাই ম্যানুয়ালি প্রবেশ করার প্রয়োজন নেই।

২ এই অ্যাপটি আপনাকে আপনার বেতন, পেনশন, মূলধনী লাভ ও আয়ের অন্যান্য উৎসের উপর ভিত্তি করে সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করতে সাহায্য করে।

৩ আপনি যদি চান, তাহলে অ্যাপের সাহায্যে তথ্য আপডেট করতে পারেন, যদি কিছু অনুপস্থিত থাকে তবে আপনি তা যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, স্থায়ী আমানতের সুদ এবং ভাড়া আয় ম্যানুয়ালি প্রবেশ করতে পারেন।

৪ রিটার্ন দাখিল করার পরে, আপনি আধার ওটিপি, নেট ব্যাঙ্কিং বা ডিজিটাল  মাধ্যমে ই-ভেরিফিকেশন করতে পারবেন,তাতে রিটার্নও দ্রুত জমা দেওয়া যায়। 

৫ এই অ্যাপগুলি ডেস্কটপ ও মধ্যস্থতাকারীদের উপর নির্ভরতা কমাতে সাহায্য করে। এটি বিশেষ করে তাদের জন্য কার্যকর, যারা দ্রুত ও নিরাপদে তাদের ফাইলিং সম্পূর্ণ করতে চান।