SBI Clerk Prilims Exam: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। জুনিয়র অ্যাসোসিয়েটস - কাস্টোমার সাপোর্ট এবং সেলস (Junior Associates- Customer Support and Sales) (এসবিআই ক্লার্ক) পদে (or SBI Clerk) চাকরির সুযোগ পাওয়া যাবে এই পরীক্ষা দিলে। এসবিআই ক্লার্ক ২০২৫ (SBI Clerk Recruitment Exam 2025) - এর প্রিলিমস পরীক্ষা (Prelims Exam) হতে চলেছে ২০, ২১ এবং ২৭ সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করা যাবে sbi.co.in - এসবিআই- এর এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
কত শূন্যপদ রয়েছে, আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
এবছর ২৬ অগস্ট SBI Junior Associates- Customer Support and Sales - এর চাকরির জন্য রেজিস্ট্রেশন বন্ধ হয়েছিল। মোট ৬৫৮৯টি শূন্যপদে লোক নিয়োগ করতে চলেছে এসবিআই কর্তৃপক্ষ। রেগুলার এবং ব্যাকলগ মিলিয়েই রয়েছে এই শূন্যপদ। আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল, ২০২৫ অনুসারে)।
কেমন হতে চলেছে এসবিআই ক্লার্ক ২০২৫- এর প্রিলিমস পরীক্ষা
অবজেক্টিভ ধরনের ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এক ঘণ্টার মধ্যে দিতে হবে এই পরীক্ষা। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর যোগ্য প্রার্থীদের নাম শর্ট লিস্ট করা হবে। তারপর এরা দিতে পারবেন মেন পরীক্ষা। দিতে হবে একটি ভাষার পরীক্ষাও।
এসবিআই ক্লার্ক মেনস ২০২৫ পরীক্ষায় ১৯০টি প্রশ্ন থাকবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে এটি। ২ ঘণ্টা ধরে ৪০ মিনিট ধরে চলবে এই মেনস পরীক্ষা। প্রার্থীদের স্থানীয় ভাষার উপর দক্ষতা থাকতে হবে। তার সঙ্গে দশম কিংবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। যে রাজ্যের জন্য আপনি আবেদন করেছেন, সেখানকার স্থানীয় ভাষায় লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের।
SBI PO Mains Examination 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রবিশনারি অফিসার নিয়োগের জন্য মেন পরীক্ষার সম্ভাব্য দিন প্রকাশ করেছে। SBI PO Mains পরীক্ষা হতে পারে ১৩ সেপ্টেম্বর। বিস্তারিত নির্দেশ এবং পরীক্ষার্থীদের কল লেটার দেওয়া হবে ব্যাঙ্কের অর্থাৎ এসবিআই- এর কেরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। ১ সেপ্টেম্বর SBI PO প্রিলিমস পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। গত ২, ৪ এবং ৫ অগস্ট SBI PO প্রিলিমস পরীক্ষা হয়েছিল। যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই SBI PO মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI