সারা বছর উপার্জনের পর সকলের মনে একটাই জিজ্ঞাস্য থাকে, আয়কর কত দিতে হবে। আপনার উপার্জন কর দেওয়ার আওতায় পড়ুক বা না পড়ুক, আয়কর রিটার্নের ফর্ম তো ভরতে হবেই। আপনি চাকরি করুন বা ব্যবসা, আয়কর দিতেই হবেই। প্রত্যেক অর্থবর্ষের পর Income Tax Return (ITR) ফাইল করা কিন্তু মাস্ট। এর জন্য অনেকগুলি ফর্ম তো পূরণ করতেই হবে। সেই সঙ্গে মাথাও ঘামাতে হয় বিস্তর।
এই বছর ৩১ ডিসেম্বরের (last date to file your ITR this year is December 31, 2021)মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে। তাই এই সময় সকলেই ITR ফাইল করার জন্য তাড়াহুড়ো করে থাকেন। নিজে না পারলেও কারও না কারও সাহায্য নিয়েও করে থাকেন। যাঁরা এখনও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে উঠতে পারেননি, তাঁদের জন্য রইল পদ্ধতি। বেশ সহজ এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। বিশেষজ্ঞের সাহায্যও চাইতে হবে না।
ফর্ম ফিল আপের সহজ উপায় ( Fill ITR With Easy Steps )
- আয়কর দফতরের (Income Tax Department)অফিসিয়াল ওয়েবসাইটে যান। ক্লিক করুন https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login
- এরপর লগ ইন আইডি (login ID) টাইপ করুন। তারপর পাস ওয়ার্ড ( password)। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ড (forgotten your password) অপশনে।
- এরপর e-file option সিলেক্ট করুন। লগ ইন হওয়ার পর যে পাতাটি খুলে যাবে, তাতেই এই অপশনটি আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে income tax filing optionটি বেছে নিন।
- এরপর কোন বছরের জন্য ( fiscal year ) করছেন সেটি বেছে নিন। এরপর আপনি দুটি অপশন পাবেন। সেখান থেকে আপনি অনলাই অপশনটি বেছে নিন। তারপর বাছুন ‘personal’ অপশন।
এই পদ্ধতি অনুসরণ করার পর
আপনি আরও দুটি অপশন পাবেন।
- আইটিআর ওয়ান ( ITR-1 )
- আইটিআর ফোর ( ITR-4)
- যাঁরা বেতন পান, তাঁরা বাছুন ITR-1. এরপর একটা ফর্ম খুলে যাবে আপনার সামনে। তার থেকে 139(1) real returns বেছে নিন form filling types গুলির মধ্যে। এখানেই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য দিতে হবে। ফর্ম ফিল আপ করতে অফলাইন অপশনও আপনি বেছে নিতে পারেন। তাহলে অ্যাটাচড ফাইল (attached file ) অপশনটি আপনার সামনে খুলে যাবে। ফর্ম ফিল আপ করার পর অনলাইন ভেরিফিকেশনের অপশন থাকবে। এভাবেই ফর্ম ফিল আপ শেষ করতে হবে । নিজের দেওয়া তথ্য যেন নির্ভুল হয়, নজর রাখতে হবে।