নয়া দিল্লি: দেশে ওমিক্রন-আতঙ্কের (Omicron) মাঝেই করোনায় (Coronavirus) কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৭৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০৬।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৬০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৫ হাজার ৫৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১ লক্ষ ১৮ হাজার ৭৩৫। এদিকে, করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। সম্প্রতি ফেরেন পশ্চিম আফ্রিকা থেকে। করোনা ধরা পড়ায় কেপ টাউনে আইসোলেশনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।  


 







উল্লেখ্য, শনিবারের পরিসংখ্য়ানেও আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছিল।


রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৮৩ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৩,১৯১ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৪৮ জন। গতকালের থেকে ১৪ জন কম।