নয়া দিল্লি: আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তি শিকার হয়েছে করদাতারা। অভিযোগ আজ প্রায় সারাদিনই আয়কর ই-ফাইলিং পোর্টাল কার্যত মুখ থুবড়ে পড়েছে। যার জেরে নাজেহাল হতে চলেছে করদাতাদের। এমতাবস্থায় অনেকেই দাবি তুলেছিল সময়সীমা বৃদ্ধির। অবশেষে সেই সময়সীমা আরও বাড়ল ইনকাম ট্যাক্স বিভাগ।
এক্স পোস্টে জানান হয়েছে, ২০২৫-২৬ আয়বর্ষের জন্য আয়কর রিটার্ন (আইটিআর) দাখিলের শেষ তারিখ, যা মূলত ৩১ জুলাই ২০২৫ তারিখে দেওয়া হয়েছিল, তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ করা হয়েছিল। দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিদ্ধান্ত নিয়েছে ২০২৫-২৬ আয়বর্ষের জন্য এই আইটিআর দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ অবধি সময়সীমা বাড়ানোর। সাইটের সমস্যাগুলি মেটাতে ও কিছু পরিবর্তন আনতে, ই-ফাইলিং পোর্টালটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ১২:০০ টা থেকে রাত ২:৩০ টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ মোডে থাকবে।
আয়কর আইনের ২৩৪এফ ধারায় দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি আয়ের করদাতাদের ক্ষেত্রে জরিমানা ₹৫,০০০। ৫ লক্ষ টাকার নীচে আয়ের করদাতাদের জরিমানা ₹১,০০০।
যদিও আয়কর দফতর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং করদাতাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে। আয়কর দফতর করদাতাদের জানিয়েছে, সমস্যায় পড়লে তারা যেন ইমেল (orm@cpc.incometax.gov.in) বা হেল্পলাইন (1800-103-4215)-এর মাধ্যমে যোগাযোগ করেন। যদিও এত কিছুর পরও করদাতাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় এদিন।