কলকাতা: PAN-এর সঙ্গে যদি বায়োমেট্রিক আধার সংযুক্ত করা না থাকে তাহলে আয়কর আইন অনুযায়ী যা প্রযোজ্য হার তার থেকে দ্বিগুণ হারে কেটে নেওয়া হবে TDS.


যদিও এই নিয়ে আশার কথা শুনিয়েছে আয়কর দফতর। আয়কর কর্তৃপক্ষ জানিয়েছে যদি ৩১ মে-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করা হয়। তাহলে শর্ট ডিডাকশানের কোনও ব্যবস্থা নেওয়া হবে না।


সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে এমন একাধিক অভিযোগ সামনে এসেছে যেখানে করদাতারা একটি নোটিশ পাওয়ার কথা জানিয়েছেন। TDS/TCS-এর ক্ষেত্রে শর্ট ডিডাকশনের জন্য ডিফল্ট হিসেবে দেখানো হচ্ছে- কারণ লেনদেনের সময় যাঁদের টিডিএস কেটে টাকা পাওয়ার কথা তাঁদের PAN-আধার সংযোগ ছিল না। 


প্রাপকদের থেকে অতিরিক্ত হারে টিডিএস কেটে টাকা নেওয়া হয়নি তবুও করদাতাদের কাছে কর প্রক্রিয়ার সময় সেই অতিরিক্ত হারে টাকার হিসেব চাওয়া হয়েছিল আয়কর দফতরের তরফে। সেই নিয়েই অভিযোগ উঠেছিল।


PTI- রিপোর্ট অনুযায়ী, এই সমস্য়া সমাধানেই উপায় বাতলেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। তাতে সুরাহা মিলেছে করদাতাদের। CBDT জানিয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত যে টাকার লেনদেন হয়েছে এবং যে ক্ষেত্রে ২০২৪ সালের ৩১ মে বা তার আগে PAN- অপারেটিভ হয়ে গিয়েছে- এমন ঘটনার ক্ষেত্রে Deductor/Collector-দের অতিরিক্ত হারে কর নেওয়ার কোনও দায় নেই। 



PTI- রিপোর্ট অনুযায়ী, AKM Global-এর পার্টনার সন্দীপ সেহগাল জানিয়েছেন, এই বিজ্ঞপ্তি Tax Deductors-এর ক্ষেত্রে বেশ কিছুটা সুরাহা হয়েছে। তাঁর পরামর্শ, এই সমস্ত ক্ষেত্রে যাঁরা করদাতা তাঁদের এই মুহূর্তেই Deductee-এর সঙ্গে যোগাযোগ করে তাঁদের PAN-আধার লিঙ্ক করার জন্য় জানাতে হবে। সেই কাজটাও ৩১ মে-এর আগেই শেষ করতে হবে। এমনটা হলে আরও কোনও সমস্যা হবে না। সন্দীপ সেহগালের মতে এই সুযোগ  Tax Deductors-এর জন্য কিছুটা সুরাহা এনেছে। ফলে এখনই তাঁদের পকেট থেকে অতিরিক্ত হারে টিডিএস জমা করলেন না। 


তিনি আরও বলেছেন, 'এখনই যা পরিস্থিতি রয়েছে তাতে PAN অপারেটিভ রয়েছে কিনা তা চেক করার পরিস্থিতি নেই একমাত্র Deductee-এর উপর ভরসা করতে হবে।'  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: দুই মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস! কবে হবে বৃষ্টি?