নয়াদিল্লি: ভারী জং ধরা সিলিন্ডারের দিন শেষ। গ্রাহকের আধুনিক রান্নাঘরের জন্য চলে এল স্মার্ট সিলিন্ডার (Indane Smart Cylinder)। সাধারণ এলপিজি (LPG) সিলিন্ডারের থেকে ৫০ শতাংশ হাল্কা এই কম্পোজিট সিলিন্ডারে(Indane Composite Cylinder)থাকছে গ্যাসের পরিমাণ দেখার সুবিধা।


ইনডেন কম্পোজিট সিলিন্ডার (Indane Composite Cylinder): কোম্পানির দাবি, আগের সিলিন্ডারের মতো ভারী হবে না এই সিলিন্ডার। ফলে সহজেই রান্নাঘর থেকে সরাতে সুবিধা হবে গ্রাহকের। সিলিন্ডারের বডি স্বচ্ছ হওয়ায় গ্যাসের পরিমাণ নিজেই দেখতে পারবেন গ্রাহক। প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারবেন (LPG) সিলিন্ডার। গায়ে ময়লা বা জং না থাকায় আপনার স্মার্ট কিচেনে বেমানান দেখাবে না এই কম্পোজিট বডি। এমনকী আগের সিলিন্ডারের মতো মেঝেতে দাগ ফেলবে না এই নতুন কারিগরি। কর্তৃপক্ষের দাবি, আগের থেকে ৫০ শতাংশ হাল্কা হবে এই সিলিন্ডার।


কী দিয়ে তৈরি এই স্মার্ট সিলিন্ডার (Indane Smart Cylinder)
ইন্ডিয়ান অয়েলের (IndianOil) সাম্প্রতিক উদ্যোগ এই কম্পোজিট সিলিন্ডার। মূলত, তিনটি আস্তরণ দিয়ে তৈরি হয়েছে রান্নার গ্যাসের এই সুরক্ষিত সিলিন্ডার। বেশি ঘনত্বের পলিথেলিনHigh-Density Polyethylene (HDPE)দিয়ে তৈরি হয়েছে সিলিন্ডারের একদম ভিতরের স্তর। যাকে ঢেকে রেখেছে পলিমার-মোড়ানো ফাইবার গ্লাসের স্তর। সিলিন্ডারের বাইরের বডির ওপর রয়েছে হাই ডেনসিটি পলিথেলিন।


কলকাতায় পাওয়া যাচ্ছে স্মার্ট সিলিন্ডার ?
বর্তমানে দেশের ২৮টি শহরের নির্দিষ্ট কিছু ডিসট্রিবিউটরের কাছে পাওয়া যাচ্ছে কম্পোজিট সিলিন্ডার(Indane Composite Cylinder)। যার মধ্যে নাম রয়েছে আহমদাবাদ, আজমের, এলাহবাদ, বেঙ্গালুরু, ভূবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই , কোয়েম্বাটোর, দার্জিলিং, ফরিদাবাদ, গুরগাঁও, হায়দরাবাদ, জয়পুর, জলন্ধর, জামশেদপুর, লুধিয়ানা , মহিশুর , পটনা, রায়পুর , রাঁচি, সংগ্রুর, সুরত, তিরুতচিরাপল্লী, তিরুভলার, টুমকুর, বারাণসী, বিশাখাপত্তনমের। তবে শীঘ্রই প্যান ইন্ডিয়া সিটি দেশের বড় বড় শহরে পাওয়া যাবে এই কম্পোজিট সিলিন্ডার।


কত কেজির কম্পোজিট সিলিন্ডার ?
৫ ও ১০ কেজি ওজনে পাওয়া যাচ্ছে এই সিলিন্ডার। ঘরোয়া ভর্তুকিবিহীন গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে এই দুই ধরনের সিলিন্ডার।


এর জন্য আলাদা সিকিউরিটি ডিপোজিট লাগবে ?
Domestic non-subsidized category-তে ১০ কেজির সিলিন্ডারে ৩৩৫০ ও ৫ কেজির কম্পোজিট সিলিন্ডারে ২১৫০  টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা রাখতে হবে।