নয়াদিল্লি: ভালো সুদের পাশাপাশি পাবেন নিশ্চিত সুরক্ষার আশ্বাস। এই সরকারি প্রকল্পে টাকা রাখলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে পাবেন বেশি সুদ। বছরে ন্যূনতম ৫০০টাকা রাখলেই চালু রাখা যায় এই অ্যাকাউন্ট। যেখানে মাসে ১০০০টাকা করে জমা দিয়ে পেতে পারেন ২৬ লক্ষ ৩২ হাজার টাকা। 


কী এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড ? Public Provident Fund (PPF)
এই যোজনা পুরোপুরি একটা সরকারি স্কিম। পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই স্কিমের সুবিধা নিতে পারেন গ্রাহক। ১৯৬৮ সালে ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন National Savings Organization এই স্মল সেভিংস(small savings Scheme) স্কিম শুরু করে। সময়ে-সময়ে সামান্য অর্থ জমা করে দীর্ঘ মেয়াদে বিশাল অর্থ দেয় এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড।


কত টাকা জমা রাখতে হয় PPF-এ ?
স্বল্প বিনিয়োগের এই স্কিমে বছরে ন্যূনতম ৫০০টাকা জমা রাখতে হয় অ্যাকাউন্ট হোল্ডারকে। তবে কোনওভাবেই ১লক্ষ ৫০,০০০টাকার বেশি বছর রাখা যাবে না এই স্কিমে। পিপিএফের ক্ষেত্রে এই ধরনের সরকারি নির্দেশিকা জারি রয়েছে।


PPF-এর মেয়াদকাল ও সুদ
পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মেয়াদকাল পূর্ণ হয় ১৫ বছরে। তবে মেয়াদ পূর্ণ হওয়ার পর ৫ বছর করে এই মেয়াদ বাড়াতে পারেন অ্যাকাউন্ট হোল্ডার। বর্তমানে পিপিএফ-এ ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে আমানতকারীদের। তবে সরকারি নিয়ম অনুসারে এই সুদ বাড়তে বা কমতে পারে। মেয়াদ শেষে জমা অর্থের ওপর সেই অনুযায়ী টাকা পাবেন গ্রাহক।


১০০০টাকা জমা করে কীভাবে পাবেন ২৬ লক্ষ ৩২,০০০ টাকা
প্রতি মাসে কোনও ব্যক্তি ১০০০ টাকা করে ১৫ বছর টাকা জমালে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জমাতে পারেন। সেই টাকা ১৫ বছরের বছরের মেয়াদ শেষে ৩ লক্ষ ২৫ হাজার টাকা হয়। সেই ক্ষেত্রে ৭.১ শতাংশ সুদের হিসেবে অ্যাকাউন্ট হোল্ডার ১লক্ষ ৪৫ হাজার টাকা সুদ পান। 
পিপিএফ-এর মেয়াদ ৫ বছর আরও বাড়ালে কোনও ব্যক্তি ৩ লক্ষ ২৫ হাজার টাকার পরিবর্তে পাবেন ৫ লক্ষ ৩২হাজার টাকা। সেই ৭.১ শতাংশ সুদের হারেই এই সুবিধা পাচ্ছেন তিনি।
প্রথমবারের পর পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মেয়াদ দ্বিতীয়বারের জন্য ৫ বছর বাড়ালে কোনও ব্যক্তির টাকা বেড়ে দাঁড়াবে ৮ লক্ষ ২৪ হাজার টাকা।
একইভাবে তৃতীয়বারের জন্য ৫ বছরের পিপিএফ-এর মেয়াদ বাড়াতে পারেন গ্রাহক। সেই ক্ষেত্রে তাঁর অ্যাকাউন্টে জমা পড়বে ১২ লক্ষ ৩৬ হাজার টাকা। 
চার বার এই ৫ বছরের মেয়াদসীমা বৃদ্ধি করলে অ্যাকাউন্ট হোল্ডারের ঘরে আসবে সুদ-সহ ১৮ লক্ষ ১৫ হাজার টাকা।
৫ বার ৫ বছরের জন্য পিপিএফ-এর মেয়াদ বাড়ালে গ্রাহকের খাতায় জমা পড়বে ২৬ লক্ষ ৩২ হাজার টাকা।২০ বছর বয়স থেকে মাসে কেবল ১০০০টাকা দিয়ে এই বিশাল অঙ্ক পেতে পারেন গ্রাহক।  


আরও পড়ুন : Post Office Scheme:ঝুঁকি ছাড়াই দ্বিগুণ হবে টাকা, ভালো সুদের পাশাপাশি সুরক্ষিত ভবিষ্যৎ দেয় এই স্কিম


আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা


আরও পড়ুন : Post Office Savings Account: পোস্ট অফিস যেতে হবে না, কীভাবে অনলাইনে খুলবেন সেভিংস অ্যাকাউন্ট ?


আরও পড়ুন : Post Office MIS scheme: প্রতি মাসে পাবেন ৫০০০টাকা , এই স্কিমে টাকা রাখলে দ্বিগুণ হবে আমানত