15 August:  ১৫ আগস্ট সারাদেশে পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস (Independence  Day)। এদিন লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই দিনই  প্রধানমন্ত্রীর বাসভবন থেকে গাড়ির কনভয় নিয়ে লাল কেল্লার দিকে যাত্রা করেন নরেন্দ্র মোদি। জানেন এবার কোন গাড়ি নিয়ে পতাকা তুলতে যাবেন প্রধানমন্ত্রী। কী সুবিধা রয়েছে সেই গাড়িতে ?


কোন গাড়িত আসবেন প্রধানমন্ত্রী
 প্রধানমন্ত্রী যে গাড়িতে ভ্রমণ করেন সেটি বিলাসবহুল গাড়ি। প্রধানমন্ত্রীর এই বিলাসবহুল গাড়িটিতে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। একই সঙ্গে এই গাড়ির সঙ্গে আরও অনেক যানবাহনও চলে, যা প্রধানমন্ত্রীর গাড়িকে নিরাপত্তা দেয়। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী যখন রোলস রয়েসে যাতায়াত করতেন। এখন ভারতের প্রধানমন্ত্রী রেঞ্জ রোভারে ভ্রমণ করেন।


প্রধানমন্ত্রী মোদি কোন গাড়িতে ভ্রমণ করেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায়ই রেঞ্জ রোভারে ভ্রমণ করতে দেখা যায়। প্রধানমন্ত্রী একটি রেঞ্জ রোভার সেন্টিনেলে ভ্রমণ করেন। ভারতের প্রধানমন্ত্রীর গাড়িটি বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি। এই গাড়িতে কোনো বিস্ফোরক কোনো প্রভাব ফেলতে পারে না। এই গাড়িটি AK-47-এর আক্রমণ সহজেই সহ্য করতে পারে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির কনভয়ে মার্সিডিজ মেব্যাক এস৬৫০-এর নামও রয়েছে। এই গাড়িটিতে 10 স্তরের সুরক্ষা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাড়ির সঙ্গে থাকছেন এসপিজি কমান্ডোরা।


পন্ডিত নেহরুর রোলস রয়েস
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু রোলস রয়েসে ভ্রমণ করতেন। পণ্ডিত নেহেরু এই গাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন। পন্ডিত নেহরুকে এই গাড়িটি দিয়েছিলেন দেশের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। রানি এলিজাবেথের কাছ থেকে এই গাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন।


 দেশের প্রথম প্রধানমন্ত্রীর একটি রোলস-রয়েস সিলভার ওয়েথ গাড়ি ছিল। এই গাড়িটি সেই যুগের সবচেয়ে দামি গাড়ির ছিল। পণ্ডিত নেহরুর এই গাড়িটি ব্যবহার করার ফলে এই গাড়িটি ইতিহাসে একটি বিশেষ গাড়ি হয়ে ওঠে।


Rahul Gandhi Stocks: মোদির রাজ্যে 'রাজা' রাহুল ? ৫ মাসে ৪৭ লাখ টাকা লাভ বাজারে !


Car loan Information:

Calculate Car Loan EMI