2022 75th Independence day: একটা সময় ভারতের গাড়ি বাজার বলতে ছিল হিন্দুস্থান মোটরসের অ্যাম্বাসেডর (Hindustan Motors Ambassador)। দেশের গাড়ি বাজারকে বদলে দিয়েছিল এই সেডান। পরবর্তীকালে জনপ্রিয়তার নিরিখে সেই জায়গা দখল করে মারুতি ৮০০ (Maruti 800)। যুগ বদলের সঙ্গে এখন পরিবর্তন এসেছে ভারতের গাড়ি বাজারে। দেখে নেব, ৭৫তম স্বাধীনতা দিবসে কোন কোন গাড়িগুলির সাফল্যে বিকশিত হয়েছে ইন্ডিয়ান কার মার্কেট। 

Maruti Balenoমারুতির জন্য বড় গেম-চেঞ্জার এই প্রিমিয়াম হ্যাচব্যাক। কোম্পানির নিয়মিত সেরা ৩ বিক্রিত গাড়ির মধ্যে নাম রয়েছে বালেনোর। এতে সাম্প্রতিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য যোগ করেছে মারুতি। এই গাড়িতে ভারতীয় গাড়ির ক্রেতাকে সাধারণ গাড়ির থেকে অনেক বেশি কিছু দিয়ে থাকে কোম্পানি। ব্যয়বহুল হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও বিক্রির হিসেবে বালেনো সুইফট এমনকী অল্টোকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছে।

Maruti Dzireভারতে মারুতি ডিজায়ার একটি অনন্য সেগমেন্টের জন্ম দিয়েছে, যা ৪ মিটারের কম দৈর্ঘ্যে ক্রেতাকে সেডান গাড়ির অভিজ্ঞতা দিচ্ছে। অনেকদিন ধরেই দেশে সর্বাধিক বিক্রিত সেডানের শিরোপা রয়েছে ডিজায়ারের কাছে। নতুন প্রজন্মের দক্ষ ইঞ্জিনের সঙ্গে প্রিমিয়াম ইন্টেরিয়র ও ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। যা ব্যাপকভাবে সফলতা লাভ করেছে দেশে।

Hyundai Cretaতবে ভারতীয় অটোমোবাইল স্পেসে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে Hyundai Creta। এটি একটি কমপ্যাক্ট SUV যে বিভাগে প্রতিটি গাড়ি-নির্মাতা প্রবেশ করার চেষ্টা করছে। ক্রেটা ভারতের সবচেয়ে সফল এসইউভির শিরোপা পেয়েছে। দারুণ চেহারার সঙ্গে দুর্দান্ত বডি স্টাইল এই গাড়িকে আর প্রিমিয়াম করে তুলেছে। এই গাড়িতে একাধিক ইঞ্জিন বিকল্প ও বৈশিষ্ট্য রয়েছে। নতুন প্রজন্মের ক্রেটা আগের থেকে আরও বেশি সফল হয়েছে।

Toyota Innovaদেশের বাজারে সেরা প্রিমিয়াম এমপিভি বলতেই নাম আসে টয়োটা ইনোভার। এর একটি অনুগত ফ্যান-বেস আছে। কিছু গ্রাহক আছেন, যাঁরা এই গাড়ি বাদে অন্য কিছু কিনতে অস্বীকার করেন। এই ফ্যামিলি কারের ওপর নির্ভরযোগ্যতার কারণেই ভারতীয় বাজারে সবচেয়ে প্রিয় গাড়িগুলির মধ্যে একটি এই গাড়ি। গাড়িতে জায়গা, আরাম নির্ভরযোগ্যতা বরাবর গাড়িকে সবার থেকে এগিয়ে রেখেছে।

Honda Cityভারতের প্রথম প্রিমিয়াম সেডানগুলির মধ্যে একটি হন্ডা সিটি। প্রথম কয়েকটি প্রজন্মের মডেলগুলি ভারতকে দুর্দান্ত Vtec ইঞ্জিন, বড় জায়গা ও অত্যধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সঙ্গে এসেছে। একটি প্রিমিয়াম সেডানের অভিজ্ঞতা দেয় এই গাড়ি। বর্তমান সিটি-সহ পরবর্তী মডেলগুলি সর্বাধিক বিক্রিত সেডান হওয়ার পাশাপাশি হাইব্রিড পাওয়ারট্রেন পেয়ে থাকে। নতুন প্রযুক্তি প্রবর্তন করার সঙ্গে সঙ্গে আরও প্রিমিয়াম ফিচার পাওয়া যাচ্ছে গাড়িতে। 

Mahindra Scorpioএই ব্র্যান্ডের ওপর আস্থা রাখে পুরো দেশ। এর সবথেকে জনপ্রিয় গাড়ি মহিন্দ্রা স্করপিও। এটি মাহিন্দ্রা প্রোডাকশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে রয়েছে। Scorpio হল ভারতের প্রথম এসইউভি যা বছরের পর বছর পরিবর্তন করা হয়েছে। নিত্য নতুন আপডেট করা হলেও গাড়ির বক্সি ডিজাইন ও রাফ লুক বজায় রাখা হয়েছে গাড়িতে। নতুন Scorpio N ব্র্যান্ডটিকে আরও একটি প্রিমিয়াম উচ্চতায় নিয়ে গেছে।

Tata Nexonনেক্সন হল প্রথম ভারতীয় গাড়ি যা গ্লোবাল NCAP রেটিংয়ে ৫ স্টার পেয়েছে। এর বৈদ্যুতিক সংস্করণটি ভারতীয় বাজারে আক্ষরিক অর্থেই সফল ইভি হয়ে উঠেছে। এখনও দেশের ইভি বাজারে বেশিরভাগ অংশ দখল করে আছে এই কার। টাটা মোটরসের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি, যা টাটা মোটরস তৈরি