Investment News: দেশে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে চিনকে (China)পিছনে ফেলে দিল ভারত (India)। সবচেয়ে আকর্ষণীয় উদীয়মান অর্থনীতি (Emerging Economy) হিসাবে আরও একধাপ উঠে এল দেশ। বর্তমানে ভারতে ৮৫টি ফান্ড ও ৫৭টি কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রায় ২১ ট্রিলিয়ন ডলারের সম্পদ রয়েছে ।
Indian Economy: ভারতে বিনিয়োগের পরিবেশ
গ্লোবাল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইনভেসকোর একটি রিপোর্ট অনুসারে, বর্তমানে ব্যবসায়িক ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে ভারতের দিকে নজর রয়েছে বিশ্বের। বিশেষ করে বিনিয়োগকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে ভারতের চিত্র বিশ্বের বিনিয়োগকারীদের কাছে খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে।
Invesco গ্লোবাল সভেরান ম্যানেজমেন্ট স্টাডি নামে একটি প্রতিবেদন তৈরি করেছে। যেখানে ৮৫টি সভেরান ওয়েলথ ফান্ড ও ৫৭টি কেন্দ্রীয় ব্যাঙ্কের ১৪২ জন চিফ ইনভেস্টমেন্ট অফিসারস, হেড অফ অ্যাসেট ক্লাসেস ও সিনিয়র পোর্টফোলিও স্ট্র্যাটেজিস্ট তাদের মতামত জানিয়েছেন। সভেরান ওয়েলথ ফান্ড বলেছে, ফিক্সড ইনকাম ও পার্সোনাল লোনের ক্ষেত্রে ভারতে স্থিতাবস্থা রয়েছে। দেশের বর্তমান জনসংখ্যা, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, ভারত একটি উদীয়মান অর্থনীতি হিসাবে বিনিয়োগের প্রধান গন্তব্য হিসাবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত উদীয়মান বাজারের প্রতিয়যোগিতায় চিনকে ছাড়িয়ে গেছে । বর্তমানে দেশে বিশ্বের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।
India Beats China: কী বলছে রিপোর্ট
প্রতিবেদনে বলা হয়েছে, একজন আন্তর্জাতিক বিনিয়োগকারীর যা প্রয়োজন তার সবকিছুই ভারতে রয়েছে। উদীয়মান বাজারের বিনিয়োগের ক্ষেত্রে চিনকে ছাড়িয়ে ভারত সবচেয়ে আকর্ষণীয় বাজার হিসেবে উঠে এসেছে। ভারতের এই আর্থিক উন্নতির বিষয়ে সরব হয়েছে উপসাগরীয় দেশগুলি। তারা জানিয়েছে, ভারত বা চিনে খুব একটি বেশি শিল্পে বিনিয়োগ করেননি তারা। তবে ব্যবসায়িক ও রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে ভারত একটি বড় গন্থব্য বলে উল্লেখ করেছে এই দেশগুলি। তাদের মতে,ভারতে জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি বড় বড় কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিশ্বের বিনিয়োগকারীদের জন্য ভাল পরিবেশ তৈরি হয়েছে দেশে।
Indian Economy: এখানেই শেয় নয়, ইনভেস্কোর রিপোর্ট বলছে- মেক্সিকো ও ব্রাজিল ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। পোর্টফোলিও কর্পোরেট বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হওয়া দেশগুলির মধ্যেও বিশ্বে একটা ব্র্যান্ড তৈরি ফেলেছে দেশ।