নয়াদিল্লি: সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা সূরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। শোনা গিয়েছিল তাঁকে দেখা যাবে 'বিগ বস'-এ (Bigg Boss contestant) অংশ নিতে। অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা জল্পনা আরও উস্কে দেয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী, তাঁকে দেখা যাওয়ার কথা ছিল অনুষ্ঠানে যদিও তা হয়নি। জিয়া খানের (Jiah Khan) আত্মহত্যায় প্ররোচনার মামলায় খালাস পাওয়ার পর থেকে রিয়েলিটি শোতে পাঞ্চোলির সম্ভাব্য অংশগ্রহণের খবর শুরু হয়। এবার ফের শিরোনামে এলেন তিনি।
ফের শিরোনামে সূরজ পাঞ্চোলি
এপ্রিল মাসে জামিনে মুক্তি পাওয়ার পর একটি বিবৃতি জারি করেন সূরজ। তিনি উল্লেখ করেন যে গত ১০ বছর তাঁর ও তাঁর পরিবারের জন্য খুবই 'যন্ত্রণাদায়ক' ছিল।
এক বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি কখনও রিয়েলিটি শোয়ে যাব না। আমাকে কেউ রিয়েলিটি শোয়ের অফার দেয়ওনি। তবে এই ধরনের জিনিসের দর্শক সংখ্যা বিপুল জানা সত্ত্বেও আমি কখনও অংশ নেব না।' তাঁর কথায় এই ধরনের অনুষ্ঠান তাঁর ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় না। তাছাড়া তিনি এখন তাঁর অভিনয়ে মন দিতে চান। সিনেমা বা ওয়েব শোয়ে মন দিতে চান। তিনি বলেন, 'আমার ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আমার মাথায় ঝুলে থাকা খাঁড়ার কারণে আমি অতীতে অভিনয়ের সুযোগ হারিয়েছি।'
এরপর সূরজ পাঞ্চোলি জানান যে তিনি কোনও তথ্যচিত্রের অংশ হতে পছন্দ করবেন যেখানে তিনি নিজের তরফের কথাও বলতে পারবেন। তিনি বলেন, 'যদি সেটা হয়, তাহলে আমি তার অংশ হতে চাইব কারণ অন্তত তার মাধ্যমে আমি এমন কথা বলতে পারব যা এখনও বলা হয়ে ওঠেনি।'
প্রসঙ্গত, ২০১৩ সালে জিয়া খানের মৃত্যু হয়। আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৬ পাতার একটি সুইসাইড নোট। সেখানে অভিনেত্রী প্রতারিত হওয়া ও এমনকী ধর্ষিত হওয়ারও অভিযোগ তোলেন। তাঁর চিঠি অনুযায়ী, এই ঘটনার পর তাঁকে গর্ভপাতও করতে হয় বলে উল্লেখ করেন। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সূরজ পাঞ্চোলির দিকে। অবশেষে অভিনেতা সূরজ বলেন যে আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করার পরে তিনি তাঁর মর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন