নয়া দিল্লি: ভেনুর পর এবার সাব কমপ্যাক্ট সেগমেন্টে আরও এক এসইউভি আনছে হুন্ডাই। অটো ব্লগারদের মতে, প্রথমে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হবে এই গাড়ি। পরবর্তীকালে ভারতের রাস্তায় গড়াবে এই মাইক্রো এসইউভির চাকা।


বেশ কিছুদিন ধরেই হুন্ডাইয়ের মাইক্রো এসইউভি নিয়ে খবর ভাসছিল কার মার্কেটে। ভেনুর পর ৪ মিটারের থেকে আরও কম দৈর্ঘ্যের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল আনতে চাইছিল কোম্পানি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গাড়ির নাম রেজিস্ট্রেশন করিয়েছে হুন্ডাই। নতুন ছোট এসইউভির নাম রাখা হয়েছে 'ক্যাসপার'। 


আন্তর্জাতিক গাড়ি বাজারের রিপোর্ট বলছে, AX1 micro-SUV নামে এই প্রোজেক্ট নিয়েছে হুন্ডাই। K1 কমপ্যাক্ট কার প্ল্যাটফর্মে তৈরি হবে এই নয়া এসইউভি। আগে Grand i10Nios ও Santro এই K1 প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কার ব্লগারদের রিপোর্ট সত্যি হলে, স্যান্ট্রো হ্যাচব্যাকের থেকে সামান্য ছোট হবে গাড়ি।


রিপোর্ট অনুযায়ী, নতুন মডেলের দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৫৯৫ এমএম। চওড়ায় এই গাড়ি হতে চলেছে ১৫৯৫ এমএম। এই মাইক্রো এসইউভির উচ্চতা হবে ১৫৭৫ এমএম। ক্যাসপারে Grand i10Nios-এর ১.২ লিটার ইঞ্জিন ব্যবহার করা হবে বলে খবর। ৮৩ বিএইচপি ও ১১৪ এনএম-এর টর্ক জেনারেট করে এই ইঞ্জিন।


রিপোর্টের কথা বিশ্বাস করলে ইতিমধ্যেই গাড়ির ট্রায়াল প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরে পুরোপুরিভাবে শুরু হতে পারে গাড়ির প্রোডাকশন। শোনা যাচ্ছে, গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্টও আনতে পারে কোম্পানি। সেক্ষেত্রে ২০২৩ বা ২০২৪ সালে বাজারে আসবে সেই মডেল। ২০২২ সালে ভারতের বুকে লঞ্চ হতে পারে ক্যাসপার। তবে ভারতীয় বাজারে নাম বদলে আসতে পারে হুন্ডাইয়ের এই মাইক্রো এসইউভি। সেক্ষেত্রে ক্যাসপারের পরিবর্তে অন্য নাম রাখতে পারে কোম্পানি।


দেশের গাড়়ি বাজারের দিকে তাকালে দেখা যাবে, মারুতির পর এখন অন্যতম বড় নাম হুন্ডাই। বিক্রি ও সার্ভিস স্টেশনের সুবিধার কারণে ভারতবাসীর পছন্দের গাড়ি কোম্পানির মধ্যে ঢুকে পড়েছে হুন্ডাইয়ের নাম। সেখানে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে মারুতিকে।