নয়াদিল্লি: করোনা আবহে গত অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ থাকলেও, চলতি অর্থবর্ষে তা বেড়ে হতে পারে ৯.২ শতাংশ। আজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।


রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৯.৫ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল। গত ডিসেম্বরে এই পূর্বাভাস দেওয়া হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৬.৬ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। একইসঙ্গে অবশ্য বলা হয়েছিল, ভারতে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়লে তবেই এই জিডিপি বৃদ্ধি হতে পারে। এর মধ্যে ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। ফলে জিডিপি বৃদ্ধির হার ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  





ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অবশ্য আজ জিডিপি বৃদ্ধির হার গতবারের তুলনায় অনেকটাই বেশি থাকার পূর্বাভাস দিয়েছে। কৃষি, খনি, উৎপাদন শিল্পে উন্নতির ফলেই জিডিপি বৃদ্ধি হতে চলেছে বলে জানিয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস।


করোনা পরিস্থিতিতে অনেক অর্থনীতিবিদই চলতি অর্থবর্ষে ডিজিপি বৃদ্ধির হার কম হবে বলে মনে করছেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ।


গত অর্থবর্ষের তুলনায় ২০২২ অর্থবর্ষে কৃষিক্ষেত্রে উন্নতির হার ০.৩ শতাংশ বেড়ে হতে পারে ৩.৯ শতাংশ। গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রে উন্নতির হার ছিল ৩.৬ শতাংশ। উৎপাদন ক্ষেত্রে গত অর্থবর্ষে উন্নতির হার ছিল ৭.২ শতাংশ, যা এবার বেড়ে হতে চলেছে ১২.৫ শতাংশ। গত বছর বিদ্যুৎ উৎপাদন ছিল ১.৯ শতাংশ, যা এবার বেড়ে হতে চলেছে ৮.৫ শতাংশ। বাণিজ্য, হোটেল, পরিবহণ ক্ষেত্রে উন্নতির হার অবশ্য গত অর্থবর্ষের তুলনায় অনেকটাই কমতে চলেছে। গত অর্থবর্ষে এই ক্ষেত্রগুলিতে উন্নতির হার ছিল ১৮.২ শতাংশ, যা এবার কমে হতে চলেছে ১১.৯ শতাংশ।