India GDP Growth: ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি হার এখন বেড়ে হয়েছে ৬.২ শতাংশ। আর এই জিডিপি হার (GDP Growth) বৃদ্ধির ফলে ডিসেম্বর ত্রৈমাসিকের ইতিবাচক ফলাফল দেখে আন্তর্জাতিক সংস্থা মর্গ্যান স্ট্যানলি (Indian Economy) জানিয়েছে যে এবার ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির দৌড় ফের শুরু হবে এবং আরও বাড়তে (Economic Growth) পারে জিডিপির হার।
মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির কারণে ভারতে আবার অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলে যেতে চলেছে। সুদের হারের পতন, আয়করে বিপুল ছাড়ের মাধ্যমে বাজারে পুঁজির সঞ্চয় এবং কনসাম্পশন বাড়ানোর চেষ্টা ভারতের জিডিপি আরও বাড়িয়ে তুলতে পারে। এর ফলে লিকুইডিটি যেমন বাড়বে, তেমনি নিয়ম-নীতির ক্ষেত্রেও অনেক ছাড় পাওয়া যাবে।
এই আন্তর্জাতিক ফিনান্সিয়াল ফার্ম তার রিপোর্টে জানিয়েছে যে সার্ভিস এক্সপোর্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে একটি ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে ভারতের কর্মসংস্থানের বাজারে। আর এটাই সমৃদ্ধির সূচককে আরও বাড়ানোর কাজে সহায়তা করছে। রিপোর্টে এও বলা হয়েছে, ভারতের ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপির তথ্য প্রমাণ করে যে সংস্থার দৃষ্টিভঙ্গি সঠিক এবং ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি আবার তেজি হয়ে উঠেছে, দৌড় দিয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের উচ্চ ফ্রিকোয়েন্সিগুলির সূচকে মিশ্র সঙ্কেত মিলেছে।
এই তথ্য থেকে অনুমান করা যায় যে মার্চ ত্রৈমাসিকের জন্য আনুমানিক জিডিপি বৃদ্ধি হার হবে ৭.৬ শতাংশ, এমনটা কেন্দ্র জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই জিডিপি বৃদ্ধির হার ৬.৭ শতাংশের কমই থাকবে। এই অনুমানে বলা হয়েছে ২০২৫ অর্থবর্ষের জিডিপির বৃদ্ধির হার ৬.৩ শতাংশ হতে পারে। প্রতিবেদনে এও বলা হয়েছে, ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের জন্য যে আভ্যন্তরীণ পরিসংখ্যান লক্ষ করা যাচ্ছে তাতে বোঝা যায় যে জিডিপি বৃদ্ধির মূল কারণ ব্যক্তিগত কনসাম্পশন এবং সরকারি কনসাম্পশন বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধিও এই জিডিপির মূলে রয়েছে।
এই মেয়াদের মধ্যে ব্যক্তিগত কনসাম্পশনের মাত্রা ৭.৯ শতাংশ হারে বেড়ে গিয়েছে। একইসঙ্গে সরকারি কনসাম্পশনও ৮.৩ শতাংশ হারে বেড়ে গিয়েছে বার্ষিক হিসেবে। বিগত ৫টি ত্রৈমাসিকে এই পরিসংখ্যানই সবথেকে বেশি।