UPI Lite: ইউপিআই লাইট ব্যবহার করেন ? বড় সুখবর দিল NPCI; কী সুবিধে হবে এবার ?

UPI Lite Transaction Limit: এনপিসিআইয়ের এই নতুন সার্কুলারে বলা হয়েছে সমস্ত সদস্য প্রতিষ্ঠানগুলিকে এই নতুন লেনদেনের সীমা সংক্রান্ত উপযুক্ত বদল করে ফেলতে হবে।

Continues below advertisement

NPCI Order: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তার সাম্প্রতিক সার্কুলারে গত বছরের রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার (NPCI Order) সঙ্গে সামঞ্জস্য রেখে ইউপিআই লাইটের ক্ষেত্রে নতুন লেনদেনের সীমা ঘোষণা করেছে। এর আগে ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহারকারীরা প্রতিটি লেনদেনে এবার থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন আর একইসঙ্গে ইউপিআই লাইটের লেনদেনের মোট সীমা নির্ধারিত হয়েছে ৫ হাজার টাকা। তবে AFA-র সঙ্গে শুধুমাত্র অনলাইন মোডে ব্যবহৃত লেনদেনের সীমা পুনরুদ্ধার করার সুযোগ পাবেন গ্রাহকরা।

Continues below advertisement

গ্রাহকদের কাছে বিকল্প থাকবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেনের সীমা পেরোলে তা আবার টপ আপ করিয়ে নেওয়ার। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তার সার্কুলারে 'ইন্ট্রোডাকশন অফ অটো টপ-আপ অন ইউপিআই লাইট' প্রসঙ্গে জানিয়েছে। এখন ইউপিআই লাইটের লেনদেনের সীমা রয়েছে ৫০০ টাকা আর তা এবার থেকে বেড়ে হয়েছে ১ হাজার টাকা। কোনও পয়েন্ট ইন টাইমে লেনদেনের মোট সীমা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা।

কবে থেকে কার্যকর হবে এই নতুন লেনদেনের সীমা

এনপিসিআইয়ের এই নতুন সার্কুলারে বলা হয়েছে সমস্ত সদস্য প্রতিষ্ঠানগুলিকে এই নতুন লেনদেনের সীমা সংক্রান্ত উপযুক্ত বদল করে ফেলতে হবে। আর এই নতুন লেনদেনের সীমা ইতিমধ্যেই ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

আর কী কী বদল এসেছে

ইস্যুকারী ব্যাঙ্কগুলি ইউপিআই লাইট লাইভে সমস্ত ইউপিআই অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করবে যেগুলি বিগত ৬ মাসের মধ্যে কোনও লেনদেন করেনি। এই নিষ্ক্রিয় ইউপিআই লাইট অ্যাকাউন্টে থাকা যে কোনও ব্যালেন্স সোর্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

এই পরিবর্তনগুলি কবে থেকে চালু হবে

ব্যাঙ্কগুলি আগামী ৩০ জুন ২০২৫ থেকে অন্যান্য এই সমস্ত পরিবর্তন বাস্তুবায়িত করবে বলে জানানো হয়েছে এনপিসিআইয়ের পক্ষ থেকে।

ইউপিআই লাইট কী

ইউপিআই লাইটের মাধ্যমে গ্রাহকরা পিন ছাড়াই লেনদেন করতে পারেন ১ হাজার টাকার সীমার মধ্যে এবং ব্যালেন্স লিমিট রাখা থাকে ৫ হাজার টাকা। ২০২২ সালের ৩ জানুয়ারি ক্ষুদ্র অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সুবিধে দিতে এই ইউপিআই লাইট চালু করা হয়েছিল।

আরও পড়ুন: Rs 2000 Note: ২ হাজার টাকার নোট নিয়ে বড় আপডেট, কী জানাল RBI ?

Continues below advertisement
Sponsored Links by Taboola