Top Countries with Most Gold: কিছুদিন আগেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ব্রিটেন থেকে ১০০ টন সোনা দেশে ফিরিয়েছেন। এই সোনা আসলে ইংল্যান্ডের ব্যাঙ্কে এতদিন রাখা ছিল। এখন রিজার্ভ ব্যাঙ্ক এই পরিমাণ সোনা মুম্বই ও নাগপুরে তাদের অফিসে (India Gold Reserve) নিয়ে এসে রেখেছে। ১৯৯১ সাল থেকে এই প্রথম সোনা সঞ্চয় নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। আর তখন থেকেই মানুষের মনে প্রশ্ন জেগেছে যে ভারতের কোষাগারে (Gold Reserve) এখন ঠিক কত পরিমাণ সোনা আছে এবং বিশ্বের মধ্যে সবথেকে বেশি সোনা আছে কোন কোন দেশগুলিতে ?


ভারতের বাইরেই আছে দেশের ৫০০ টন সোনা


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রদত্ত একটি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত ভারতের কাছে ৮০০ টনের আশেপাশে সোনা মজুত ছিল। এর মধ্যে ৫০০ টন সোনা রাখা ছিল ভারতের বাইরে। ভারতে রাখা আছে বলা ভাল ভারতে (India Gold Reserve) গচ্ছিত আছে ৩০০ টন সোনা। এর আগে ব্রিটেন থেকে যে ১০০ টন সোনা রিজার্ভ ব্যাঙ্ক দেশে ফেরাল, এর ফলে বিদেশে এবং দেশে সোনা গচ্ছিত রাখার অনুপাত ৫০:৫০ হয়ে যায়। এই তালিকা দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই সবথেকে বেশি সোনা আছে সারা বিশ্বের সমস্ত দেশের মধ্যে। আমেরিকার কাছে এখন আগে ৮১৩৩ টন সোনা। আর এই তালিকায় ভারত আছে ৯ নম্বরে।


ভারতের (India Gold Reserve) কাছে এখন প্রায় ৮২২ টন সোনা গচ্ছিত আছে। রিজার্ভ ব্যাঙ্ক এই বছর বেশ অনেকবার সোনা কিনেছে। ফলে দেখা যাচ্ছে যে জাপানকে সরিয়ে ৮ নম্বরে খুব শীঘ্রই উঠে আসবে ভারতের নাম। জাপানের কাছে এখন আছে ৮৪৫ টন সোনা।


সোনার সঞ্চয় কোন ১০ দেশের সবথেকে বেশি


বিশেশজ্ঞরা মনে করেছেন মধ্য-প্রাচ্যের ভূ-রাজনৈতিক সমস্যা, রাশিয়ার উপরে মার্কিনি প্রভাবের কারণে বিশ্বের বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেই কারণেই ব্রিটেন থেকে ১০০ টন সোনা দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এই কারণেই বিশ্বের বেশ কিছু কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কেনার দিকে ঝোঁক দেখাচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (World Gold Council) এবং ফোর্বসের (Forbes) তালিকা অনুসারে নিচে উল্লিখিত দশটি দেশের কাছেই বিশ্বের মধ্যে সবথেকে বেশি সোনা আছে।


মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে ৮১৩৩.৪৬ টন সোনা যার বর্তমান মূল্য ৫ লক্ষ ৭৯ হাজার ৫০ মিলিয়ন ডলার


তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি যার কাছে আছে ৩৩৫২.৬৫ টন সোনা।


এরপর ইতালির কাছে যে ২৪৫১.৮৪ টন সোনা আছে তাঁর মূল্য ১ লক্ষ ৭৪ হাজার ৫৫৫ মিলিয়ন ডলার।


ফ্রান্সের কাছে সোনা আছে ২৪৩৬.৮৮ টন, এর বর্তমান মূল্য ১ লক্ষ ৭৩ হাজার ৪৯৩ মিলিয়ন ডলার।


তালিকায় পঞ্চম স্থানে আছে রাশিয়া যার কাছে সোনার পরিমাণ ২৩৩.৭৪ টন।


চিনের কাছে সোনা গচ্ছিত আছে ২২৬২.৪৫ টন যার বর্তমান মূল্য ১ লক্ষ ৬১ হাজার ৭১ মিলিয়ন ডলার।


এরপরে তালিকায় সপ্তম স্থানে আছে সুইজারল্যান্ড যার কাছে সঞ্চিত সোনার পরিমাণ ১০৪০ টন।


অষ্টম স্থানে আছে জার্মানি। এই দেশের কাছে মোট সোনা আছে ৮৪৫.৯৭ টন।


এবারে নাম আছে ভারতের। তালিকায় নবম স্থানে থাকা ভারত এখন ৮২২.০৯ টন সোনার মালিক।


নেদারল্যান্ড আছে তালিকার সবার শেষে। এই দেশের কাছে মোট ৬১২.৪৫ টন সোনা আছে।


আরও পড়ুন: EPFO: EPF অ্যাকাউন্টে নাম-ঠিকানা ভুল আছে ? ঘরে বসেই কীভাবে আপডেট করবেন ?