গ্যাংটক: পায়ে ফুটবল নিয়ে দুরন্ত গতি ছিল মাঠে। কিন্তু রাজনীতির ময়দানে সেই প্রদর্শন হল না। নির্বাচনী রাজনীতিতে নাম লেখানোর পর থেকে লাগাতার  পরাজিত হয়ে চলেছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার। সিকিম বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। সেখানে আবারও পরাজিত হলেন বাইচুং। গত ১০ বছরে এই নিয়ে ষষ্ঠবার নির্বাচনে পরাজিত হলেন বাইচুং। (Bhaichung Bhutia)


রবিবার সিকিম বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে, তাতে বাইচুংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পার্টি মাত্র একটি আসন পেয়েছে। সিকিম ক্রান্তিকারী মোর্চা এবার জয়ী হয়েছে সেখানে। ৩২টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিই তাদের ঝুলিতে গিয়েছে। বারফুং থেকে প্রার্থী হয়েছিলেন বাইচুং। সেখানে ৪ হাজার ৩৪৬ ভোটে তাঁকে পরাজিত করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রিকশল দোর্জি ভুটিয়া। (Sikkim Assembly Elections 2024)


গত ১৯ এপ্রিল এক দফাতেই ভোটগ্রহণ হয় সিকিমে। রবিবার সকালে গণনা শুরু হলে বাইচুং হারছেন বলে বোঝা যায় তখনই। ২০১৮ সালে নিজের দল হামরো সিকিম পার্টি গঠন করেন বাইচুং। গত বছর যদিও সিকিম ডেমোক্রেটিক পার্টির সঙ্গে মিশে যান। বর্তমানে সিকিম ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট বাইচুং। সিকিমের প্রধান বিরোধী দলও সিকিম ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তিু বাইচুংয়ের বারং বার পরাজিত হওয়া নিয়ে দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।


আরও পড়ুন: Exit Poll 2024: 'ভাবনার সঙ্গে খেলছেন মোদি-শাহ, বুথফেরত সমীক্ষা কাল্পনিক', একযোগে Exit Poll খারিজ বিরোধীদের


এর আগে, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বাইচুং। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বাইচুংকে প্রার্থী করে তৃণমূল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ে আসনে আবারও জোড়াফুলের টিকিট পান তিনি। কিন্তু দু'বারই হার জোটে। এর পর সিকিমের রাজনীতিতে প্রবেশ বাইচুংয়ের। সেখানে নিজের দল গঠন করেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে গ্যাংটক এবং টুমেন-লিংগি থেকে ভোটে দাঁড়ালেও, পরাজিত হন। ২০১৯ সালের উপনির্বাচনে গ্যাংটকে আবারও পরাজিত হন বাইচুং। 


সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা এবারও সেখানে জয়ী হয়েছে। প্রেম সিংহ তামাং এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই হারের পর বাইচুংয়ের রাজনৈতিক ইনিংস নিয়ে প্রশ্ন উঠছে। একসময় ভারতীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করেছিলেন বাইচুং। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাবেও প্রতিনিধিত্ব করেন। ভারতের হয়ে ৪৮ টি গোল করেছেন বাইচুং। সুনীল ছেত্রীর পর তিনিই দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।