কলকাতা: স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। এই থিয়েটারের সঙ্গে নটি বিনোদিনীর যোগসূত্র আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। সেই স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে এবার, স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার হিসেবে পরিচিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই ঘোষণার পরেই আবেগপ্রবণ অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মিণী লিখলেন তাঁর মনের কথা।
সোমবার সন্দেশখালিতে প্রসাশনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নাম রাখা হবে বিনোদিনীর নামে। আর এই ঘোষণা শোনার পরেই আবেগপ্রবণ রুক্মিণী নিজেই। জানুয়ারি মাসেই মুক্তি পাবে 'বিনোদিনী'-র চরিত্র আধারিত তাঁর ছবি 'বিনোদিনী'। মুখ্যচরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। সদ্য প্রকাশ্যে এসেছে বিনোদিনী হিসেবে রুক্মিণীর একাধিক লুক। আর স্টার থিয়েটারের নাম বদলানোর মধ্যে দিয়েই যেন রুক্মিণীর বিনোদিনীর নতুন একটা সফর শুরু হল বলে মনে করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মিণী লিখেছেন, 'এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ দিদি। একজন নারীকে তাঁর যোগ্য সম্মানটুকু দেওয়া আর তার ১৪০ বছরের লড়াই আজ সার্থক বলে মনে হচ্ছে। আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। এটা একেবারে একটা উদাহরণ যে একটা মেয়েই অন্য আরেকটা মেয়েকে তুলে ধরতে পারে। আমরা, গোটা বিনোদিনীর টিম এই বদলের জন্য আপনার কাছে নতশীর, আপনাকে অনেক ধন্যবাদ। স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার হল।'
১৮৮৩ সালে স্থাপিত স্টার থিয়েটারের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন নটি বিনোদিনী। তবে শোনা যায়, নটি বিনোদিনীর সময়কালেও তাঁর নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দিয়েছিলেম গিরিশচন্দ্র ঘোষ এবং গুর্মুখ রায়। কিন্তু শোনা যায়, বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।
আরও পড়ুন: Ankush-Oindrila: তৈরী বেনারসি-শেরওয়ানি, নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।