নয়া দিল্লি: করোনার আতঙ্ক কাটিয়ে কি ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে দেশের অর্থনীতি? দ্বিতীয় ত্রৈমাসিকে GDP-র ঊর্ধ্বমুখী গ্রাফ সেই ইঙ্গিতই করছে। পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে, চলতি আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বেড়ে হয়েছে ৮.৪ শতাংশ। গত আর্থিক বছরের এই সময় জিডিপি-র হার ছিল ৭.৪ শতাংশ। চলতি আর্থিক বছরের জুন ত্রৈমাসিকের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কৃষি, আবাসন, উৎপাদন, পরিবহণ শিল্প। সে কারণেই GDP ক্রমশ বাড়ছে।


করোনা প্রভাব কাটিয়ে দেশ ক্রমশ সুস্থ হতেই ভেঙে পড়া অর্থনীতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে, জিডিপি-র এই প্রবদ্ধি সে দিকেই ইঙ্গিত করছে বলে মত। কৃষি, আবাসন, উৎপাদন, পরিবহণ, পর্যটন, শিল্প সব ক্ষেত্রই স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৭.৪ শতাংশ থেকে বেড়ে ৮.৪ শতাংশ হয়ে গিয়েছে। এর আগে জুন মাসে ত্রৈমাসিকে ভারতের জিডিপি ২০.১ শতাংশ ছিল। ২০২১-২২ ডিজিপি এক কনস্ট্রাক্ট প্রাইজ ৩৫.৭৩ লক্ষ কোটি টাকা ছিল।         


আরও পড়ুন, এই ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা RBI-এর, সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা?


২০২০-১২ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে ০.৫ শতাংশ হারে বাড়ছে জিডিপি। এর আগে ২০১৯-২০ সালের জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিক থেকে দেশের জিডিপি গ্রোথ ৭.৪ শতাংশ থেকে বেড়ে ৮.৪ শতাংশ হয়ে গিয়েছে। চলতি আর্থিক বছরের প্রথমে এপ্রিল-জুন মাসে জিডিপির বৃদ্ধি খুবই কম ছিল। ২০.১ শতাংশ থেকে পড়ে গিয়ে ৮.৪ শতাংশ হয়ে গিয়েছে।          


যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  ২০২২ সালে ভারতের জিডিপি বৃদ্ধি  ৯.৫  শতাংশ উপর থাকার কথা বলেছিল।  দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি গ্রোথ ৭.৫ শতাংশ কিংবা ৮.৫ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছিল। এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের তথ্য অবশ্য আশার আলোই দেখিয়েছে।