অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শিয়ালদা (Sealdah) ও দমদমের (Dumdum) মধ্যে রেলব্রিজের কাজের জন্য শনি ও রবিবার বাতিল লোকাল ট্রেন (Local Train)। আজ রাত সাড়ে ১১টা থেকে আগামীকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদা ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। ৬টি মেল এক্সপ্রেস দেরিতে চলবে। ট্রেন বাতিলের জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা। 


কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে? 


এক জোড়া হাবরা লোকাল, দু জোড়া ডানকুনি লোকাল, দু জোড়া রানাঘাট লোকাল, দু জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, দু জোড়া দত্তপুকুর লোকাল, এক জোড়া হাসনাবাদ লোকাল, দু জোড়া ব্যারাকপুর লোকাল, ৫টি নৈহাটি লোকাল, এক জোড়া বারাসাত লোকাল, এক জোড়া শান্তিপুর লোকাল, ৩টে বজবজ লোকাল, এক জোড়া গেদে লোকাল বাতিল থাকবে এই সময় পর্বে। পূর্ব রেল সূত্রে দাবি, যাত্রীদের স্বার্থেই এই কাজ কার হচ্ছে। সপ্তাহের কাজের দিন বাদে শনি ও রবিবার দিনটা বেছে নেওয়া হয়েছে, যাত্রীদের সুবিধার্থেই। 


কোন কোন ট্রেন দেরিতে চলবে? 



  • মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস

  • নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল

  • আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস

  • নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস 

  • শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস


 


থার্ড লাইন সম্প্রসারণের জন্য জুন মাসে ৭২ ঘণ্টা বন্ধ ছিল ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। এরপর বকেয়া কাজের জন্য প্রায় এক মাস ব্যান্ডেল শাখায় অন্তত ৩০০ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ এখনও বাকি রয়েছে।  তাই ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় প্রতিদিন ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়। এর মধ্যে হাওড়া থেকে ৩টি,  ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একসঙ্গে ১০টি ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যার অন্ত নেই নিত্যযাত্রীদের। ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার ভোর ৩.৪৫ ও কাটোয়া থেকে ব্যান্ডেল আসার সকাল ১১টা ১০-এর ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া-ব্যান্ডেল শাখায় সকাল ১০টা ২০-র পর দুপুর ১টায় ট্রেন। ফলে ঘণ্টা তিনেক অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।


আরও পড়ুন: Kolkata Saltlake News : একের পর এক বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু, সল্টলেকের বিভিন্ন জায়গায় পড়ে খোলা তার, বক্স