Train Accident: ভারতীয় রেলওয়ে (Indian Railway) বোর্ড নিল বড় সিদ্ধান্ত। এবার থেকে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে আগের থেকে ১০ গুণ বেশি টাকা সাহায্য় করবে সরকার। সম্প্রতি এই পরিমাণ বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ (Railways)। ২০১২,২০১৩ সালে শেষবার সংশোধিত হয়েছিল এই পরিমাণ। বোর্ড জানিয়েছে,এখন থেকে ট্রেন দুর্ঘটনা বা কোনও অপ্রীতিকর ঘটনায় মৃত ও আহত যাত্রীদের পরিবারকে দেওয়া অর্থের পরিমাণ সংশোধন করা হয়েছে।১৮ সেপ্টেম্বরের একটি সার্কুলার এনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। (Train Accident)
ট্রেন দুর্ঘটনায় কত টাকা পাবেন যাত্রী
রেলওয়ে বোর্ডের সার্কুলার অনুসারে,ট্রেন ও লেভেল ক্রসিং দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন ৫ লক্ষ টাকা পাবে। গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা দেওয়া হবে। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেবে সরকার। আগে এই পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০০০ টাকা, ২৫,০০০ ও ৫০০০ টাকা।
বিভিন্ন ঘটনায় সাহায্যের পরিমাণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে , যেকোনও অপ্রীতিকর ঘটনায় নিহত, গুরুতর আহত এবং মাঝারি আহতদের ১.৫ লক্ষ, ৫০,০০০ এবং ৫,০০০ টাকা দেওয়া হবে। যেখানে আগের এক্স-গ্রাশিয়া স্কিমে এই পরিমাণ ছিল ৫০,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৫০০০ টাকা। মনে রাখবেন, ট্রেনে অপ্রীতিকর ঘটনার মধ্যে সন্ত্রাসী হামলা, হিংসাত্মক আক্রমণ ও ট্রেনে ডাকাতির মতো অপরাধ রয়েছে।
হাসপাতালে ভর্তির জন্য সাহায্যের পরিমাণ
ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে গুরুতর আহত যাত্রীদের জন্য অতিরিক্ত সাহায্য ঘোষণা করা হয়েছে, এই ক্ষেত্রে ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি আছেন এমন ব্যক্তিরা পাবেন এই সাহায্য। প্রতি ১০ দিনের শেষে ৩০০০ টাকা করে দেওয়া হবে। সরকারা চাইলে রোগীর হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার দিনও এই টাকা দিতে পারে। গুরুতর আঘাতের ক্ষেত্রে ছয় মাসের জন্য প্রতিদিন ১,৫০০ টাকা করে দেবে রেল ।
কারা পাবেন পাবেন না টাকা
মনে রাখবেন, মানবহীন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে, ওএইচই (ওভার হেড ইকুইপমেন্ট)-তে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিদের কোনও সাহায্য করবে না রেল বোর্ড। এই ক্ষেত্রে মৃত বা আহতদের কোনও সাহায্য করবে না ভারতীয় রেল।
আরও পড়ুন SBI Chocolate Scheme: ঋণের টাকা না দিলেই বাড়িতে চকোলেট !