Indian Railways Update: কোভিডকালে দূরপাল্লার ট্রেন যাত্রায় বন্ধ হয়েছিল এই পরিষেবা। দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ট্রেনে কম্বল, বিছানা পাওয়ার কথা ভাবছেন যাত্রীরা। উত্তর ভারতে শীত জাঁকিয়ে পড়তেই শুরু হয়েছে এই জল্পনা। যা নিয়ে এবার মুখ খুলল ভারতীয় রেল (Indian Railways)।  


Indian Railways Update: সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলের দূরপাল্লার যাত্রায় পাওয়া যাবে না বেডরোল ও ব্ল্যাঙ্কেট। এ প্রসঙ্গে লোকসভায় তিনি বলেন, ''কোভিডের কথা মাথায় রেখে রেলযাত্রায় বন্ধ করে দেওয়া হয়েছে লিনেন ও কম্বল দেওয়ার সিস্টেম। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ চলতে থাকায় এই সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। করোনার সংক্রমণ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল।'' 


Railway attendants: দূরপাল্লার ট্রেনে কম্বল, বিছানা না দিলেও এবার নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। যেখানে বিমান সেবিকাদের মতো এবার থেকে বেশকিছু ট্রেনে অ্যাটেনড্যান্টস রাখা হবে। মূলত, যাত্রীদের ট্রেনে আরও ভাল পরিষেবা দিতেই প্রিমিয়াম ট্রেনগুলিতে পাওয়া যাবে এই পরিষেবা। Vande Bharat, Gatimaan ও Tejas Express-এ রেল সেবিকা পাবেন যাত্রী। তবে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নেওয়া হবে রেলসেবকের কাজে। 


সম্প্রতি ভারতীয় রেলে (Indian Railway) নিরামিষ খাবারকে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে পুরো ট্রেনের গায়েই পড়তে চলেছে নিরামিষ তকমা। তবে সব ট্রেনের ক্ষেত্রে থাকবে না এই বাধ্যবাধকতা। কেবল 'তীর্থযাত্রাকারী' ট্রেনগুলিতেই পরিবেশন করা হবে সাত্ত্বিক আহার। সম্প্রতি সেই উদ্দ্যেশ্যে হাত মিলিয়েছে IRCTC ও সাত্ত্বিক কাউন্সিল। 


IRCTC Update : নিরামিষ ট্রেন বা সাত্ত্বিক আহারের বিষয়ে ভারতীয় রেলের তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।তবে Sattvik Council of India (SCI) প্রেস রিলিজ করে উভয়ের গাঁটছড়ার বিষয়ে সামনে এনেছে। কাউন্সিলের তরফে বলা হয়েছে, এবার থেকে IRCTC-র ট্রেনগুলিকে নিরামিষ খাবারের বিষয়ে শংসাপত্র দেবে সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া। মূলত, তীর্থযাত্রার উদ্দেশে যাওয়া ট্রেনগুলিতেই এই সাত্ত্বিক আহার পরিবেশন করা হবে। এই শংসাপত্র পাওয়া ট্রেনের মধ্যে নাম রয়েছে Vande Bharat ট্রেনের। দিল্লি থেকে কাটরাগামী এই ট্রেনকে সাত্ত্বিক সার্টিফিকেট দিয়েছে (SCI)।